যোগ্যতা মাধ্যমিক পাশ! কেন্দ্রের MTS পদে নিয়োগ অসংখ্য কর্মী, জলদি করুন আবেদন

মাধ্যমিক পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের BECIL কোম্পানিতে MTS পদ সহ আরো বেশি কিছু পদে অসংখ্য কর্মী নিয়োগ। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদনের ফর্ম পূরণ করে তারপর তা জমা দিতে হবে। তাই আপনি যদি MTS পদে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ হবে: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে (BECIL recruitment 2024) এখানে পদ সংখ্যা রয়েছে ৭ টি। সেগুলো হচ্ছে Domain Expert, Consultant, Junior Technical Officer, Office Assistant, Senior Office, Assistant, IT Expert এবং MTS পদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ২৯ জন। যোগ্য চাকরি-প্রার্থীরা সবাই এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্যই এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। তবে MTS পদের জন্য নূন্যতম যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: এখানে চাকরি-প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৫০ বছর। এছাড়াও ST/SC/OBC সহ বাকি সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন।

BECIL recruitment 2024 MTS salary chart

মাসিক বেতন: MTS পদের এখানে মাসিক বেতন চাকরি-প্রার্থীদের ২০,০০০ টাকা দেয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১১/২০/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নিজেকে একজন চাকরিপ্রার্থী হিসেবে রেজিস্টার করে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র Submit করে তারপর আবেদন করে দিতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জন্মের শংসাপত্র ( যদি থাকে), কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং এডমিট কার্ড এবং ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদন মূল্য: General category – 590 Rupee, OBC category – 590 Rupee, SC/ST category – 358 Rupee এবং EWS/ PH category – 354 Rupee.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্মী নিয়োগ। 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment