Wednesday, October 9, 2024

যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ! কলকাতা মেট্রোতে নিয়োগ কর্মী, ঝটপট করুন আবেদন

আপনি কি একজন চাকরিপ্রার্থী? আপনি কি একটি সরকারি চাকরি খুঁজছেন? তাহলে কলকাতা মেট্রো রেল নিয়ে এলো আপনার জন্য একটা দারুন সুযোগ। সম্প্রতি কলকাতা মেট্রোরেলের তরফ থেকে (Kolkata metro rail vacancy 2024) কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। চলুন জেনে নিই বিশদে।

যে পদে কর্মী নিয়োগ হবে নিয়োগ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদের নাম Group’C’- (in suitable post)।

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২ টি। যোগ্য চাকরি-প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: মেট্রো রেলের উল্লেখিত পদে জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ (৫০% নম্বর) সেই সাথে থাকবে সব একটি বিষয়ের উপর ডিপ্লোমা ডিগ্রী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: এখানে চাকরি-প্রার্থীদের মাসিক বেতন ১৯,০০০ টাকা থেকে ৬৩, ২০০ টাকা মাসিক বেতন দেয়া হবে।

Kolkata metro recruitment age chart

বয়সসীমা: চাকরিপ্রার্থীরা বয়সী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই এখানে তাঁরা আবেদনের যোগ্য। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২৪,০২/২০২৪ তারিখের মধ্যে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে এরপর তা পূরণ করে নিচে দেয়া ঠিকানায় পোষ্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

আবেদন মূল্য: ST/SC/PWD মহিলা প্রার্থীদের জন্য আবেদন মূল্য ২৫০ টাকা এবং অন্যদের ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে IPO/bank draft এর মাধ্যমে।

নির্বাচন প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের নিয়োগ করা হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Dy, CPO, Metro Railway, Kolkata, Metro Rail Bhawan, 33/1, J.L Neheru Road, Kolkata-700071

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ MTS পদে চাকরি

আপনার জন্য
WhatsApp Logo