Thursday, October 10, 2024

বিনামূল্যে রেশনের দিন শেষ! এই নথি না থাকলে ফেব্রুয়ারি থেকে মিলবে না আর রেশন, রেডি রাখুন এই কাগজ

আপনি কি সরকার থেকে বিনামূল্যে রেশন পান বা রেশনের সুবিধা আপনি নিয়ে থাকেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আজকের এই বিশেষ খবরটি পড়ুন। কারণ বর্তমানে একটি নতুন বিষয় সামনে এসেছে। আর সেটাও আমার রেশনকে কেন্দ্র করেই। বিষয়টা হচ্ছে এই যে- আগামী ৩১শে জানুয়ারির মধ্যে যদি আপনি রেশন কার্ড সংক্রান্ত এই কাজ না করতে পারেন, তাহলে আপনার রেশন কার্ড পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে এবং আপনি যে রেশন পাচ্ছেন, সেই পরিষেবা আপনার হাত ছাড়া হবে।

এবার এই কথাটা শুনে হয়তো আপনি ঘাবড়ে যাবেন যে কেন আর কী কারনে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে। আসলে এখানে ঘাপড়ানোর মতো তেমন কোনো ব্যাপার নেই বিষয়টা এই যে সরকার থেকে অনেক আগেই বলা হয়েছিল রেশন কার্ডের E-KYC করাতে। যাদের রেশন কার্ডের নাম রয়েছে তাদের প্রত্যেককে এই কাজটা করতে বলা হয়েছিল। দেশের বেশিরভাগ মানুষই সময়মতো এই কাজটা হয়েছিল।

Ration with Modi picture

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু অনেকেই রয়েছে যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের E-KYC করেননি। E-KYC করার জন্য শেষ সময় দেওয়া হয়েছিল ৩১শে ডিসেম্বর। কিন্তু অনেকেই রয়েছেন যারা সেই সময়েও নিজের কাজগুলো করে উঠতে পারেনি। ফলে তাদের জন্য আরো নতুন সময় দেওয়া হয়েছে। এর জন্য সময় বাড়ানো হয়েছে ৩১শে জানুয়ারি পযর্ন্ত। যারা এখনো পর্যন্ত নিজের রেশন কার্ডের E-KYC করতে পারেননি, তাদের ৩১ শে জানুয়ারির মধ্যে সেই কাজটা করতে হবে।

যদি এরপরও E-KYC না করেন, তাহলে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হবে। আসলে E-KYC এজন্যই করতে বলা হচ্ছে যাতে সরকারের কাছে সঠিক তথ্য থাকে। অনেকেই রয়েছে যারা ভু্য়ো রেশন কার্ড নিয়ে মাল তুলে নিচ্ছে। রেশনে এই যে দুর্নীতি সেটা বন্ধ করতেই সরকারের এই পদক্ষেপ।।

আপনার জন্য
WhatsApp Logo