আমাদের রাজ্যের এক জেলার ডিএম অফিস থেকে খুবই কম শিক্ষাগত যোগ্যতা এবং ভালো থাকা মাসিক বেতনে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগের এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যারা অল্প শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুজছেন,তাদের জন্য এটা একটা চাকরি পাওয়ার দারুন সুযোগ।
জেলার ডিএম অফিস থেকে তিন ধরনের পদে নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ হবে? কোন পদে আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন? মাসিক বেতন কত হতে হবে? বয়স সীমা কী রয়েছে- এসব তথ্য ভালো করে পড়ুন।
পদের নাম: প্রথমেই যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো কাউন্সিলর পদ, দ্বিতীয়ত হাউস ফাদার এবং তৃতীয় যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হলো প্যারামেডিকেল স্টাফ।
আবেদন করার জন্য যোগ্যতা এবং বয়স:
▪ যদি আপনি কাউন্সিলর পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অন্ততপক্ষে স্নাতক পাস করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
▪ যদি আপনি হাউস ফাদার পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।
▪ তৃতীয়ত- প্যারামেডিকেল স্টাফ পদের জন্য প্রথমত আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে এবং দ্বিতীয়ত প্যারামেডিকেলের নির্দিষ্ট বিষয়ের উপরে ডিপ্লোমা ও কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করার জন্য সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স:
হাউস ফাদার, কাউন্সিলর এবং প্যারামেডিকেল স্টাফ- তিনটির মধ্যে যেকোনো পদে চাকরি করার জন্য আবেদন করতে চাইলে আপনার বা প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।
মাসিক বেতন:
▪ অন্যান্য পদের তুলনায় কাউন্সিলরের পদের মাসিক বেতন যথেষ্ট ভালো রয়েছে। যদি আপনি কাউন্সিলর পদে নির্বাচিত হন তখন আপনার মাসিক বেতন শুরু হবে ২৩ হাজার ১৭০ টাকা থেকে।
▪ হাউস ফাদার পদের মাসিক বেতন হবে মাসিক ১৪ হাজার ৫৬৪ টাকা।
▪ সবশেষে প্যারামেডিকেল স্টাফ পদের মাসিক বেতন শুরু হবে ১২ হাজার টাকা থেকে।।
আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীদের প্রথমত ‘jalpaiguri.gov.in’ ওয়েবসাইট ভিজিট করে, লিঙ্ক ভিজিট করে অথবা নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে, সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এরপর, হুট করে আবেদন করার আগে, অফিশিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে এবং বুঝে নেবেন কিভাবে আবেদন করতে হবে। তারপর আবেদন করে তা নির্দিষ্ট ঠিকানায় যথা সময়ে জমা দেবেন। যে সমস্ত প্রার্থীরা কোনো একটা পদের জন্য আবেদন করবেন, তাদের কম্পিউটার বেসড টেস্টের পর মূল পদে নিয়োগ করা হবে।।
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন