Tuesday, October 15, 2024

মাসিক বেতন 20,000 টাকা, উচ্চমাধ্যমিক পাশে বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, এভাবে করুন আবেদন

আপনি কি একজন চাকরিপ্রার্থী? আপনি কি ব্যাংকে চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি সুখবর। সম্প্রতি দেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক, বন্ধন ব্যাংক তাদের বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন যে কেউই। চলুন জেনে নিই বিস্তারিত।

যে পদে কর্মী নিয়োগ হবে: বন্ধন ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে তারা মোট ৭ টি পদে ৭০ জন কর্মী নিয়োগ করবে। সেই পদ গুলো হচ্ছে Cash Officer, Business development, Relationship Manager, Branch executive, Kyc verification officer, Loan department, Documents collection সহ অন্যান্য।

শিক্ষাগত যোগ্যতা: বন্ধন ব্যাংকের উল্লেখিত এসব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে থাকতে হবে কম্পিউটারের নলেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bandhan Bank

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ১৬,০০০/- টাকা থেকে ২০,৬০০/- টাকা পর্যন্ত।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩১ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিজের বায়ো ডাটা HR Department এর 8420199830 / 8276815823 এই নম্বরে WhatsApp করতে হবে। অথবা mailto:bankinghub.hr04@gmail.com এই ঠিকানায় মেল পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এছাড়াও আবেদন করতে সমস্যা হলে 8420199830 / 8276815823 এই দুটি নম্বরে ফোন করতে বলা হয়েছে।

আপনার জন্য
WhatsApp Logo