এবছরের অক্টোবর মাসের প্রায় অর্ধেক দিনই ছুটি থাকবে দেশের সমস্ত স্কুল,কলেজ, ব্যাঙ্ক এবং সরকারি অফিস। অক্টোবর মাসে কোন কোন দিন ছুটি থাকবে সেই তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাই যদি আপনার গুরুত্বপূর্ণ কোন কাজ থেকে থাকে, তাহলে জেনে নিন কোন কোন দিনটিতে আপনার সেই কাজ হতে পারে আর কোন কোন তারিখে আপনি যদি সেখানে যান, তাহলে আপনাকে ঘুরে আসতে হবে।
১লা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২০২৩ সালের অক্টোবর মাসের প্রায় ১২ দিন ছুটি দিয়েছে। তবে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে অক্টোবর মাসে ছুটির সংখ্যা পাঁচ দিন বেশি রয়েছে। কারণ ১৯শে অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আমাদের রাজ্যে রয়েছে দুর্গোৎসব। অর্থাৎ মহাপঞ্চমী থেকে বিজয় দশমী। এই কয়েকটা দিন রাজ্যের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি অফিস কলেজ বন্ধ থাকবে। তবে এই কয়েকটা দিন ছাড়াও অক্টোবর মাসে বাকি যে কয়েকটা দিনের ছুটি থাকবে, তা হল-
অক্টোবর মাসের শুরু হয়েছে রবিবারে অর্থাৎ প্রথম দিন ছুটি। দ্বিতীয় দিন আবার গান্ধী জয়ন্তী সেই কারণে দ্বিতীয় দিনও ছুটি। এরপর ৭ই অক্টোবর রয়েছে সবেবরত। পরদিন আবার ৮ অক্টোবর পরবে রবিবার ফলে সেদিনও স্কুল কলেজ সহ সবকিছুই বন্ধ থাকবে। ১৪ অক্টোবর পড়ছে শনিবার। রবিবারের মতো শনিবারও বেশ কিছু জায়গায় ছুটি ঘোষণা করা হয়। এরপর আবার ১৫ অক্টোবর রবিবার। ফলে সেদিনও সব কিছুই বন্ধ। কিছুদিন পর আবার ২৮ অক্টোবরে মহর্ষি বাল্মীকি জয়ন্তী এবং ২৯ অক্টোবর এই মাসের চতুর্থ রবিবার পড়বে। ফলে সেদিনই সবকিছু বন্ধ থাকবে।