Saturday, July 27, 2024

9,000 এর বেশি শূন্যপদে RPF কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল! জেনে নিন সবিস্তারে সবকিছু

রেলে বিশাল কর্মী নিয়োগ, প্রায় ৯,০০০ এর বেশি শূন্যপদে রেলে RPF ( Railway protection force) কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। সেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই দেশের বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন আর আপনি যদি ডিফেন্স লাইনে চাকরি করতে চান এটা আপনার জন্য একটি বড় সুযোগ।

যে পদে কর্মী নিয়োগ হবে: মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে ভারতীয় রেলের RPF এর Constable এবং Sub Inspectors পদে কর্মী নিয়োগ করা হবে।

শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় শূন্য পদ সংখ্যা রয়েছে ৯,৭৩৯ টির মতো। দেশের যে কোন প্রান্তের চাকরিপ্রার্থীরা (নারী-পুরুষ) উভয়েই এখানে আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: RPF এর constable পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ এবং Sub Inspectors পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাশ। অর্থাৎ দেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক এবং গ্রাজুয়েশন পাস করা ব্যক্তিরা RPF এর constable এবং Sub Inspectors পদের জন্য আবেদন করতে পারবেন।

RPF

বয়সসীমা: RPF এর constable পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ২৫ বছর এবং Sub Inspectors পদের জন্য বয়সসীমা চাওয়া হয়েছে ২০ থেকে ২৫ বছর, এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় দেয়া হবে।

মাসিক বেতন: RPF এর দুটি পদেরই মাসিক বেতন খুবই ভালো। চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ২৬,০০০ টাকা থেকে ৩১,২৭০ টাকা পর্যন্ত।‌

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে যে এখনো RPF এর দুটি পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হলে rpf.indianrailways.gov.in/RPF/ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে যারা আবেদন করতে জানেন তারা ঘরে বসেই মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়াও নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়েও RPF এর দুটি পদের জন্য আবেদন করা যাবে।

আবেদন মূল্য: সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের থেকে ২৫০‌ টাকা এবং সাধারণ শ্রেণীর প্রার্থীদের থেকে ৫০০ টাকা আবেদন মূল্য নেয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo