WBPSC এর অধীনে রাজ্যের মৎস্য দপ্তরের নিয়োগ প্রচুর কর্মী, জেনে নিন আবেদন করবেন কিভাবে

West Bengal Public Service Commission (WBPSC) থেকে রাজ্যের মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এই কর্মী নিয়োগের ব্যাপারে WBPSC থেকে একটা Short Notification জারি করা হয়েছে। সেখানে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ সংক্রান্ত কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে।

প্রথমেই বলা হয়েছে রাজ্যের মৎস্য দপ্তরে যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হলো ‘ফিসারী ফিল্ড অ্যাসিস্টেন্ট’। Fishery Field Assistant পদের জন্য বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদ ভাগ করা হয়েছে। এই পদের জন্য মোট শূন্যপদ খালি রয়েছে ৫০টি। আমাদের রাজ্যের যেকোনো জেলা থেকেই যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্য wbpsc.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে। আবেদন শুরু হবে অক্টোবর মাসের ১১ তারিখ এবং আবেদন চলবে ১লা নভেম্বর পযর্ন্ত। আবেদন করার জন্য SC/ST & PWD প্রার্থীদের কোনো আবেদন মূল্য দিতে হবেনা। কিন্তু বাকি ক্যাটাগরির প্রার্থীদের ২১০ টাকা আবেদনমূল্য হিসেবে দিতে হবে।।

ফিসারী ফিল্ড অ্যাসিস্টেন্ট পদে আবেদন করার জন্য প্রার্থীর কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং প্রার্থীর বয়স কত হলে সে আবেদন করতে পারবে সেটা প্রথম বিজ্ঞপ্তিতে বলা হয়নি। যোগ্যতা এবং বয়সের বিষয়টা পরবর্তীকালে যে নোটিশ প্রকাশিত হবে সেখানে উল্লেখ করা থাকবে। পরবর্তী নোটিশ সেপ্টেম্বর মাসেই প্রকাশিত হবে বলে আশা রয়েছে।

আরো পড়ুন: রাজ্যের জেলা আদালতে Group-C পদে চাকরি,  জানুন আবেদন‌ পদ্ধতি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment