Saturday, July 27, 2024

প্রতিমাসে মিলবে ১০০০ টাকা! পশ্চিমবঙ্গে চালু হলো বন্ধ হয়ে যাওয়া পুরনো প্রকল্প, এভাবে তুলুন নাম

রাজ্যের মানুষের জন্য বড় কিছু করবেন। এই শপথ নিয়েই পশ্চিমবঙ্গের মাটিকে জন্ম হয় তৃনমুল সরকারের। আর ক্ষমতায় জিতে সেই কথাই রেখেছে তৃণমূল। রাজ্যের সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য প্রকল্পের নাম হচ্ছে মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার এবং অন্যদিকে স্বাস্থ্য সাথী প্রকল্প। যেখানে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়া যায়। তবে এবারে একটি নতুন প্রকল্পের কথা শোনা যাচ্ছে। যেখানে নাম তুললে প্রতিমাসে মিলবে ১,০০০ টাকা করে।

লোকপ্রসার প্রকল্প (Lok Prasar Prakalpa) যেখানে নাম তুললে প্রতিমাসে ব্যাংক একাউন্টে (Bank account) ১,০০০ টাকা করে দেবে পশ্চিমবঙ্গের সরকার। যদিও এই লোকপ্রসার প্রকল্পটি বহু বছরের পুরোনো একটি প্রকল্প। যা ৫ বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ১০১৪ সালে প্রথম এই প্রকল্পটি চালু করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এরপর তা ২০১৭ সালে বন্ধ করে দেয়া হয়। তাই এই লোকপ্রসার প্রকল্পটি হয়তো শুনতে অনেকের কাছে নতুন মনে হতে পারে। তবে এই প্রকল্পটি ২০২৩ সালের শেষের দিকে ফের একবার চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নাম তুললে প্রতিমাসে মিলবে ১,০০০ টাকা করে।

Sarkari scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিমাসে ব্যাংক একাউন্ট ঢুকবে ১,০০০ টাক। “হ্যা” ঠিকই শুনেছেন! লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে ৬০ এর উর্ধ্বে বয়সের লোকোশিল্পীদের ব্যাংক একাউন্ট ১,০০০ টাকা দিয়ে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। লোকোশিল্পীদের আর্থিক ভাবে সাহায্য করার ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই ২০১৪ সালে বন্ধ হয়ে যাওয়া প্রকল্পটি ফের একবার চালু হচ্ছে রাজ্যে। তাই রাজ্যের লোকোশিল্পীদের শিগগিরই এই প্রকল্পে আবেদন করার জন্য বলা হচ্ছে। যা মিলবে দুয়ারে সরকার ক্যাম্পে (duare Sarkar camp) এবং এর অফিসিয়াল https://ds.wb.gov.in/ ওয়েবসাইটে।

আপনার জন্য
WhatsApp Logo