Wednesday, October 9, 2024

৬ হাজার শূন্যপদ! নূন্যতম যোগ্যতায় কর্মী নিয়োগ IDBI ব্যাংকে, জানুন আবেদন পদ্ধতি

IDBI ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে 6,000 এর মতো শূন্যপদে নিয়োগ হতে চলেছে প্রচুর পরিমাণে কর্মী। তাই আপনি যদি IDBI ব্যাংকে চাকরি চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে IDBI ব্যাংকের উক্ত পদ সম্পর্কে আলোচনা করা হবে এবং জানানো হবে আবেদনের পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে IDBI ব্যাংক Assistant Manager পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 6,000। যার মধ্যে SC – 90টি, ST – 45টি, EWS – 60টি, OBC – 162টি এবং ER দের জন্য রয়েছে – 243টি শূন্যপদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: IDBI এর উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ। চাকরিপ্রার্থীরা স্নাতক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন এখানে।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হলেই তারা আবেদনের যোগ্য।

নিয়োগ স্থান: দেশের মোট ১৪টি শহরে কর্মী নিয়োগ করবে IDBI ব্যাংক। Ahmedabad, Bhopal, Bengaluru, Chennai, Hyderabad, Mumbai, Nagpur, Pune, Bhubaneswar, Patna, Chandigarh, Delhi, Kolkata এবং Lucknow তে কর্মী নিয়োগ হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৩০ সেপ্টেম্বরে মধ্যে ibpsonline.ibps.in/idbisep23/ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এর জন্য সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে নিজেকে নিবন্ধ করে নিতে হবে। এবং Apply অপশনে ক্লিক করে আবেদন করে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি কার্ড, নিজের CV, স্নাতক পাশের সার্টিফিকেট এবং ১ কপি ছবি।

আবেদন মূল্য: সাধারণ শ্রেণীর চাকরিপ্রার্থীদের ১,০০০ টাকা এবং সংরক্ষিত প্রার্থীদের চাকরিপ্রার্থীদের জন্য ২০০ টাকা আবেদনের মূল্য রাখা হয়েছে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo