Tuesday, December 10, 2024

উচ্চ বেতনের চাকরি! কেন্দ্রের এই কম্পানি দিচ্ছে চাকরির দারুণ সুযোগ, জানুন আবেদন‌ পদ্ধতি

কেন্দ্রের THDC অর্থাৎ Tehri Hydro Development Corporation এ রয়েছে চাকরির দারুন সু্যোগ। এক কথায় মোটা বেতনের চাকরি এটি। যেখানে মাসিক বেতন হচ্ছে ৫০ হাজার টাকা। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং একটি মোটা বেতনের চাকরির খুঁজছেন এই প্রতিবেদনটি আপনার জন্য।

যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে THDC-এর দুটি পদে কর্মী নিয়োগ হবে। সেই পদ দুটি হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি এবং অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি।

শূন্যপদ: এখানে দুটি পদের জন্যই শূন্যপদ সংখ্যা রয়েছে ১ টি ১টি করে। অর্থাৎ দুটি পদের জন্য ২টি শূন্যপদ রয়েছে এখানে।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: THDC এর দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট পাশ ডিগ্রি। এর সাথে চাকরিপ্রার্থীরা Institute of Company Secretaries of India এর সদস্য হলেই এখানে তাঁরা আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হলেই তারা এখানে আবেদন করার যোগ্য। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

Job

বেতন: চাকরি নিযুক্ত হলে এখানে প্রার্থীর মাসিক বেতন দেয়া হবে ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ৯ সেপ্টেম্বরের মধ্যে https://www.thdc.co.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। জানিয়ে রাখি যে, চাকরিপ্রার্থীদের ৩ বছরের জন্য চাকরিতে নিয়োগ দেয়া হবে।

আপনার জন্য
WhatsApp Logo