Thursday, October 10, 2024

রাজ্যে SSC এর মাধ্যমে গ্ৰুপ সি পদে নিয়োগ প্রচুর কর্মী, জানুন আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ

দীর্ঘ প্রতীক্ষার পর SSC অর্থাৎ Staff Selection Commission এর তরফ থেকে গ্ৰুপ সি পদের জন্য চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই রাজ্যের যে সকল চাকরিপ্রার্থীরা SSC এর গ্ৰুপ সি পদের জন্য এতো দিন ধরে অপেক্ষা করে ছিলেন তাদের অপেক্ষার প্রহর আজ শেষ হচ্ছে। কারণ জানা গেছে যে SSC দুটি শূন্যপদে (Group C) তে অসংখ্য কর্মী করছে। তাই আর দেরি না করে চলুন জেনে নিই বিস্তারিত এবং আবেদনের শেষ তারিখ।

যে পদে কর্মী নিয়োগ হবে: SSC দ্বারা জারি করা সেই পদ দুটি হচ্ছে Junior এবং Senior Translation Officer (Group C)।

শূন্যপদ: এখানে মোট শূন্যপদ রয়েছে ৩০৭ টি। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন শূন্যপদ। SC- ৩৮ টি, ST- ১৪ টি, OBC- ৭২ টি, EWS- ২৬ টি এবং UR- ১৫৭টি। মোট শূন্যপদ ৩০৭টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: Junior Translation Officer এবং Senior Translation পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ভিন্ন ভিন্ন। তবে Junior Translation Officer পদে স্নাতক পাশ এবং হিন্দি ভাষা থেকে ইংরেজি ভাষাতে translate করা জানলেই আবেদন করা যাবে। এর জন্য ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

বেতন: Junior Translation Officer এবং Senior Translation পদের মাসিক বেতন মোটামুটি ভালোই। এখানে দুটি পদের মাসিক বেতন লেভেল ৬ অনুযায়ী দেয়া হবে।

Job

বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই তারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরিপ্রার্থীদের ১২ আগস্টের মধ্যে নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এছাড়াও কেউ নিজে থেকে আবেদন করতে চাইল তাকে ssc.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আপনার জন্য
WhatsApp Logo