Saturday, July 27, 2024

এই ব্যাংকের গ্ৰাহকদের জন্য বড় খবর, ৩১ তারিখের আগে এই কাজ না করলে বন্ধ হবে একাউন্ট

আজকাল সবারই ব্যাংক একাউন্ট (Bank account) রয়েছে। তবে আপনার যদি একটি বিশেষ ব্যাংকে একাউন্ট থাকে তাহলে আপনার জন্য বড় খবর। RBI এর নির্দেশে খুব শীঘ্রই সেই একাউন্ট বন্ধ হতে চলেছে। কারণ ৩১ আগস্টের মধ্যে ব্যাংকে গিয়ে KYC আপডেট না করলে সেই ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে আপনার। ফলে আপনি আর সেই একাউন্ট থেকে কোন প্রকার কোন টাকা-পয়সা লেনদেন করতে পারবেন না।

আমরা আপনাদেরকে বলছি দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক তথা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা PNB এর কথা। যেই ব্যাংকে কোটি কোটি মানুষের একাউন্ট রয়েছে এবং যেই ব্যাংকে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন অধিকতর মানুষ। আর এই ব্যাংকে যদি আপনার খাতা খোলা থাকে তাহলে অতিসত্বর ব্যাংকে গিয়ে KYC করতে হবে নয়তো RBI এর নির্দেশ অনুযায়ী বন্ধ হয়ে যাবে আপনার ব্যাংক একাউন্ট। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গত ২ আগস্ট বিশেষ করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জন্য একটি সার্কুলার জারি করে রিজার্ভ ব্যাংক। যেখানে বলা হয়েছে যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্ৰাহকদের ৩১ তারিখের আগে ব্যাংকে গিয়ে KYC কমপ্লিট করতে হবে। নয়তো ব্যাংকে সক্রিয় একাউন্ট নিস্ক্রিয় হয়ে যাবে।

Punjab National Bank

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RBI- এর নির্দেশ অনুযায়ী আধার কার্ড, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং একটি বৈধ মোবাইল নম্বর নিয়ে KYC করার জন্য ব্যাংকে যেতে হবে। এরপর KYC ফর্ম নিয়ে ফিলাপ করে তা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও যে কেউ চাইলে ঘরে বসে অনলাইনে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও KYC করতে পারেন কিন্তু এতে ঝামেলা হতে পারে তাই KYC ব্যাংকে গিয়েই করাই সবচেয়ে সহজ এবং নিরাপদ বলে মনে করা হচ্ছে।

আপনার জন্য
WhatsApp Logo