মাধ্যমিক পাশে ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর পদে চাকরি। শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা (নারী ও পুরুষ) উভয়েই এখানে করতে পারবেন আবেদন। তাই দেরি না করে অতিসত্বর জেনে নিন যে ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর পদে চাকরির আবেদনের শেষ তারিখ এবং আবেদন প্রক্রিয়া সহ আরো বিস্তারিত সমস্ত কিছু।
যে পদে কর্মী নিয়োগ হবে: ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর পদের জন্য কর্মী নিয়োগ হবে।
শিক্ষাগত যোগ্যতা: অগ্নিবীর পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ অথবা উচ্চমাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
বেতন: অগ্নিবীর পদের জন্য মাসিক বেতন ফিক্সড নয়। প্রথম বছর ২১,০০০ টাকা মাসিক বেতন থেকে পরবর্তী বছরগুলোতে বেতন আরো বৃদ্ধি পাবে।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ বছরের উর্ধ্বে হলেই তারা এখানে আবেদন করতে পারবেন।
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এরপর মেডিকেল টেস্টের পর প্রার্থীদের নিয়োগ করা হবে চাকরিতে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: বায়ু সেনার অগ্নিবীর পদের জন্য আবেদন প্রক্রিয়া ১৭ আগস্টেই শেষ হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করা যাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব চাকরিপ্রার্থীদের agnipathvayu.cdac.in/avreg/candidate/login এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে হবে। জানিয়ে রাখি যে আবেদন প্রক্রিয়া খুবই সহজ যে কেউই আবেদন করতে পারবেন।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।