Saturday, July 27, 2024

অজস্র শূন্যপদ, রয়েছে মোটা অংকের বেতন! WBPSC এ চাকরির সুযোগ, জানুন আবেদন‌ পদ্ধতি

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে (West Bengal Public Service Commission) রয়েছে চাকরির দুর্দান্ত সুযোগ। রয়েছে মোটা অংকের বেতন, রয়েছে প্রচুর পরিমাণে শূন্যপদ। তাই আপনি যদি WBPSC এ চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

সম্প্রতি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে WBPSC। যেখানে মোট শূন্যপদ রয়েছে ১২২টি। এখানে চাকরি করলে বেতন রয়েছে সর্বোচ্চ ৬৬,৬৯৮ টাকা পর্যন্ত। আগ্রহী চাকরিপ্রার্থীদের ১৭ আগস্টের মধ্যে WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

WBPSC এ চাকরির করতে ইচ্ছুক এমন চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে, তাও আবার ১.১.২০২৩ অনুযায়ী। অর্থাত্ আপনার বয়স যদি ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি WBPSC পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ম্যাট্রিক্সের লেভেল ১৬ অর্থাৎ ৫৬,১০০ টাকা থেকে ১,৪৪,৩০০ টাকার মধ্যে হবে। অর্থাৎ সর্বোপরি সব পে ও এলাউন্স মিলিয়ে প্রথম মাসে গ্রস বেতন হবে ৬৬,৬৯৮ টাকা। এক কথায় এটি একটি মোটা বেতনের চাকরি। পশ্চিমবঙ্গ তথা ভারতের নাগরিক হলেই যোগ্যতা সম্পন্ন যে কেউই WBPSC পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job

আরো পড়ুনপোস্ট অফিসে সুপারভাইজার পদে নিয়োগ কর্মী, যতো দেরি তত ক্ষতি! এভাবে করুন আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, WBPSC জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছরের ডিগ্রি কোর্স সহ কৃষিতে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। আগ্রহী চাকরিপ্রার্থীদের ১৭ সেপ্টেম্বরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এরপর ইন্টারভিউ ও স্ক্রিনিং টেস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করার পর চাকরিতে নিয়োগ দেয়া হবে। জানিয়ে রাখি যে, WBPSC আবেদন করতে গেলে ২১০ টাকা আবেদন মূল্য দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কোন আবেদন মূল্য লাগবে না।

আপনার জন্য
WhatsApp Logo