মাসিক ৬৭,০০০ টাকা মাসিক বেতনে রাজ্যের বিভিন্ন শহরে হেলথ অফিসার পদে (health officer recruitment) নিয়োগের একটা নোটিশ জারি করা হয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই হেলথ অফিসার পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদন করার জন্য প্রয়োজনীয় বয়স সীমা ও কী যোগ্যতা লাগবে, এবং কিভাবে আবেদন করতে হবে, এই সমস্ত তথ্য জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।
প্রতিটি জেলার নগর উন্নয়ন বিভাগে হেলথ অফিসার পদে নিয়োগ করা হবে। হেলথ অফিসার পদের আবেদন করার জন্য প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৬৭ বছর। হেলথ অফিসার পদের মাসিক বেতনও যথেষ্ট ভালো রয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যারা হেলথ অফিসার পদে চাকরি পাবেন তাদের মাসিক ৬৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।।
পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে-মেয়ে উভয়ই হেলথ অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই মেডিক্যাল সংক্রান্ত কোনো যোগ্যতা লাগবে। যোগ্যতার বিষয়টা ভালো করে জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটা পড়ে দেখুন। যাদের কোনো মেডিক্যাল ডিগ্রি রয়েছে তারা হেলথ অফিসার পদের জন্য অফলাইনে আবেদন করতে পারেন।
অফলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল নোটিশ থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে। এরপর আবেদনপত্রের প্রিন্ট আউট বের করে সেটা যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর তার সাথে নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ নথিপত্রের জেরক্স সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে সেটা পোস্ট অফিসের মাধ্যমে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আর এইভাবেই আপনারা খুব সহজে হেলথ অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। অফিসিয়াল নোটিস মিলবে আমাদের WhatsApp গ্ৰুপে।