Wednesday, October 9, 2024

আধার কার্ড অফিস নিয়োগ কর্মী, কোন পদে, কিভাবে করবেন আবেদন জানুন বিস্তারিত

আধার কার্ড অফিসে চাকরির সু্যোগ, সম্প্রতি UIDAI এর তরফ থেকে আধার অফিসের দুটি পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি করা হয়েছে। তাই এই মুহূর্তে আপনার যদি একটি চাকরির খুব প্রয়োজন হয় এবং আপনি যদি বেকার হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি। এই প্রতিবেদনে আলোচনা করা হবে আধার অফিসের দুটি পদের চাকরির বিষয়ে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, UIDAI অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার এই ২টি পদে কর্মী নিয়োগ করছে। এই দুটি পদে চাকরি করতে চাইলে চাকরিপ্রার্থীদের রাঁচির আঞ্চলিক আধার অফিসে নিয়োগ দেয়া হবে। কারণ UIDAI রাঁচির আঞ্চলিক অফিসের এই দুটি পদের জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। জানা গেছে যে, এই দুটি পদের জন্য শূন্যপদ রয়েছে ২টি করে।
বয়সসীমা এবং চাকরির মেয়াদঃ আধার অফিসের এই দুটি পদে চাকরি ইচ্ছুক চাকরিপ্রার্থীদের বয়স হতে হয় ৫৬ বছরের মধ্যে। এবং নিযুক্তদের অষ্টম এবং ষষ্ঠ পে স্কেল অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, UIDAI এর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদের স্থায়ী চাকরিপ্রার্থীর মেয়াদ হচ্ছে ৫ বছর। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পদের চাকরিপ্রার্থীর মেয়াদ হচ্ছে ৩ বছর। তাকে সপ্তম পে স্কেল অনুযায়ী মাসিক বেতন দেয়া হবে।
আবেদনের পদ্ধতিঃ কোন লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ বিজ্ঞপ্তির ফর্মে দেয়া ১২ নম্বর পাতায় ঠিকানায় ১২ সেপ্টেম্বরের মধ্যে পোষ্ট অফিসের দিয়ে আবেদনপত্র পাঠাতে হবে। এছাড়াও নিয়োগ সংক্রান্ত যেকোন তথ্য UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি PDF দেয়া হয়েছে আমাদের WhatsApp গ্রুপে।
আপনার জন্য
WhatsApp Logo