Friday, September 13, 2024

১ আগষ্ট থেকে বদলে যাবে দেশের এই ৪ নিয়ম! দাম বাড়বে জিনিসপত্রের টান পড়বে পকেটে

আগষ্ট মাস শুরু হতে মাঝখানে আর মাত্র ১ দিন বাকি। আর এই আগস্ট মাসের শুরুতেই বদলে যাবে দেশের ৪ নিয়ম। যার জেরে বাড়তে পারে বেশ কিছু জিনিসপত্রের দাম, পকেটে টান পড়তে পারে মধ্যবিত্তদের। চলুন আর জেরি না করে এক এক করে জেনে নেই আগষ্ট মাসে কোন ৪নিয়মে পরিবর্তন আসবে। দাম বাড়বে কোন কোন জিনিসের।

আগষ্ট মাসে এই ৪ নিয়মে পরিবর্তন আসবে দাম বাড়বে জিনিসপত্রেরঃ 

১) জ্বালানি তেলঃ ১ আগষ্ট থেকে বিশ্ব বাজারে দাম বাড়তে পারে জ্বালানি তেলের, পেট্রোল-ডিজেল এবং CNG গ্যাসের দাম ১ আগষ্ট থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ১ আগষ্ট থেকে রাষ্ট্রীয় তেল সংস্থাগুলো জ্বালানি তেলের নতুন দাম নিয়ে একটি বৈঠকে বসবে। সেই বৈঠকে জ্বালানি তেলের নতুন দাম ঠিক করা হবে।‌

২) এলপিজি গ্যাস সিলিন্ডারঃ গত কয়েক মাসে বাণিজ্যিকভাবে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে দেখা গিয়েছে। তাই ১ আগস্ট থেকে রান্নার গ্যাসের দামে পরিবর্তন হতে চলছে। অনেকের ধারণা ১ আগষ্ট থেকে রান্নার গ্যাসের নতুন রেট জারি করা হবে। ফলে ১ আগষ্ট থেকে রান্নার গ্যাসের দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। কারণ ভারতের কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই রান্নার গ্যাসের দাম কমার আশঙ্কা করছেন বহু মানুষ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) ITR দাখিলঃ ৩১ জুলাই শেষ তারিখ TR Filling করার এবং TDS ও TCS রিটার্ন ফেরত পাওয়ার শেষ সময়। তাই যদি কেউ ৩১ জুলাইয়ের আগে TR Filling না করেন তাহলে আর সময় পাবেন না। আর সময়ের আগে TR Filling না করার জন্য তার পে লেট ফি ৫,০০০ টাকা দিতে হবে।

Income tax

৪) ব্যাংক বন্ধঃ আগস্ট মাসে ১৪ দিন ছুটি থাকবে দেশের সমস্ত ব্যাংক। তাই আপনার যদি ব্যাংকে কোন কাজ থাকে তাহলে RBI এর দ্বারা জারি করা ব্যাংক ছুটির তালিকা দেখে তারপর বাড়ি থেকে বের হবে। দেখুন আগষ্ট মাসের ব্যাংক ছুটির সেই লিস্ট

আপনার জন্য
WhatsApp Logo