ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর পদে চাকরির সুযোগ। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই করা যাবে আবেদন। তাই যারা ডিফেন্স লাইনে নিজেদের ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য অতি আনন্দের খবর এটি। তাই জেনে নিন ভারতীয় বায়ু সেনার অগ্নিবীরের পদের শূন্য পদ কয়টি, মাসিক বেতন কতো, আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে আমাদের এই প্রতিবেদনটি।
যে পদে কর্মী নিয়োগ হবেঃ অগ্নিবীর বায়ু।
শূন্যপদঃ অগ্নিবীর বায়ু পদের জন্য শুন্য পদ কটি রয়েছে তা জানানো হয়নি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
বেতনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর বায়ু পদে বেতনের আলাদা আলাদা ভাগ রয়েছে। তার কারণ হচ্ছে অগ্নিবীর বায়ু পদের জন্য প্রার্থীকে ৪ বছরের জন্য নিয়োগ করা হবে চাকরিতে। এই ৪ বছরের তাকে আলাদা আলাদা ভাগে বেতন দেয়া হবে। প্রথম বছর চাকরিতে নিযুক্ত প্রার্থীকে ৩০,০০০ টাকা বেতন দেয়া হবে, দ্বিতীয় বছর, ৩৩,০০০ টাকা, তৃতীয় বছর, ৩৬,০০০ টাকা এবং চতুর্থ বছর ৪৬,০০০ টাকা দেয়া হবে। এবার চলুন জেনে নিই ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর বায়ু পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ, এবং আবেদন পদ্ধতি সহ আর অন্যান্য কিছু।
শিক্ষাগত যোগ্যতাঃ ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর বায়ু পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং সাথে তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে প্রার্থীর। ( নারী-পুরুষ উভয়ই) এছাড়াও শারীরিক ফিটনেস উপরে ভিত্তি করে চাকরিতে নিয়োগ করা হবে প্রার্থীকে। এই বিষয়ে আরও ভালো ভাবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে বলা হচ্ছে সকলকে।
বয়সসীমাঃ ১৮ থেকে ২১ বছর হলেই আবেদন করা যাবে। এবং আবেদন মূল্য বাবদ প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা করে নেয়া হবে।
আবেদনের শেষ তারিখ এবং আবেদন পদ্ধতিঃ ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর বায়ু পদে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ১৭ আগষ্ট। আগ্রহী চাকরিপ্রার্থীদের agnipathvayu.cdac.in এই ওয়েবসাইট গিয়ে সময়ের আগে আবেদন করতে হবে। অথবা কোন প্রার্থীর যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে সে তার নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে আবেদন করতে পারে, অথবা যেখানে বিভিন্ন চাকরির ফর্ম পূরণ করা হয় সেখানে গিয়েও ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর বায়ু পদের জন্য খুব সহজেই আবেদন করা যাবে। এরজন্য নিকটবর্তী সাইবার ক্যাফেতে গিয়ে বলতে হবে ভারতীয় বায়ু সেনার অগ্নিবীর বায়ু পদের জন্য আবেদন করতে চাই।
নিয়োগ পদ্ধতিঃ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। এবং ১৩ অক্টোবর হবে পরীক্ষা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।