রাজ্যের সমাজ কল্যাণ বিভাগের ৪টি পদে নিয়োগ হবে কর্মী, মাধ্যমিক পাশেও করা যাবে আবেদন

রাজ্যের সমাজ কল্যাণ বিভাগের ৪টি পদে নিয়োগ হবে কর্মী। রাজ্যের হুগলি জেলার চিল্ড্রেন হোম ফর গার্লস, উত্তরপাড়াতে গ্রুপ-C এবং গ্রুপ-D এর জন্য ৪টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে পদ গুলো হচ্ছে, কুক, অফিসার ইন চার্জ, কর্মবন্ধু এবং ক্লার্ক কাম কম্পাউন্ডার। এই ৪টি পদে কর্মী নিয়োগ হবে। শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই নারী-পুরুষ উভয়েই আবেদন করা করতে পারবে এই এই পদ গুলোর জন্য।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ – কুক পদে শূন্যপদ রয়েছে ১টি, অফিসার ইন চার্জ পদেও শূন্যপদ ১টি, ক্লার্ক কাম কম্পাউন্ডার পদেও শূন্যপদ রয়েছে ১টি। তবে কর্মবন্ধু এই পদে শূন্যপদ রয়েছে ৪টি।

বেতন – রাজ্যের সমাজ কল্যাণ বিভাগের ৩টি পদেরই বেতন আলাদা আলাদা। কুক পদের বেতন মাসিক ১২,০০০ টাকা, অফিসার ইন চার্জ পদের বেতন ৩৩,১০০ টাকা এবং কর্মবন্ধু পদের বেতন মাসিক ৩০,০০০ টাকা এবং ক্লার্ক কাম কম্পাউন্ডার পদের মাসিক বেতন ১২,০০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা – ৪টি পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আলাদা আলাদা। তবে ক্লার্ক কাম কম্পাউন্ডার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ। সেই সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা – ৪ টি পদের জন্যই বয়সসীমা চাওয়া রয়েছে ভিন্ন ভিন্ন। যা নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

আবেদন পদ্ধতি – আবেদন পদ্ধতি সম্পূর্ণ অফলাইন হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার পর ৩ নং পাতাটি আবেদনের পাতা, যা নিচে দেয়া ঠিকানায় ১৪ আগস্টের মধ্যে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা – SDO Office, Serampore Hooghly,

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment