Saturday, July 27, 2024

চাকরি পাচ্ছেন না? রইলো ঘরে বসে ৪ উপার্জনের রাস্তা, মাস গেলে আয় হবে মোটা টাকা

অল্প সময় কাজ করে মোটা টাকা রোজগার করা যাবে এমন পার্ট টাইম জব খুঁজে পাওয়া মুশকিল। তবে আজকে আপনাদের এমন চারটি সহজ পার্ট টাইম জব (part time job) সম্পর্কে জানাবো, যেগুলো আপনি অল্প সময় করেও ভালো টাকা রোজগার করতে পারবেন। আর এই ধরনের কাজ- কলেজে পড়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে চাকরির পরীক্ষার্থীরাও অনায়াসেই করতে পারবে।

অন্যেক পড়িয়ে রোজগারঃ পার্ট টাইম কাজ (part time work) করে টাকা উপার্জন করার সবথেকে সহজ উপায়টি হলো অন্যকে পড়ানো। অল্প সময় কাজ করে ভালোটা খুব উপার্জন করতে চাইলে আপনি নিজের পাড়ার ছোটো-বড়ো বাচ্চাদের পড়াতে পারেন। অন্যকে পড়ালে আপনার যেমন জ্ঞানের পরিধি বাড়বে, ঠিক সেরকমই আপনার খরচের টাকাও উঠে আসবে।। বিভিন্ন ক্লাসের ছাত্র-ছাত্রী মিলিয়ে যদি আপনি ৫০ জনকেও পড়াতে পারেন, তাহলেও প্রতিমাসে আপনি ১৫,০০০ থেকে ২০,০০০ টাকা রোজগার করতে পারেন।।

কন্টেন্ট রাইটিং এর কাজঃ দ্বিতীয় যে কাজটি করার মাধ্যমে আপনি প্রতি মাসে প্রচুর টাকা রোজগার করতে পারেন, সেটি হলো ভালো কোনো ওয়েবসাইটে কন্টেন্ট রাইটিং- (content writing) করা ভালো কোনো নিউজ সাইটে বা টেক রিলেটেড সাইটে কন্টেন্ট রাইটিং এর কাজ করে প্রতি মাসে অনায়াসেই ১০-১৫ হাজার টাকা রোজগার করা যায়। তবে এই ধরনের কাজ করার জন্য অবশ্যই ভালো লেখক হতে হবে। শব্দের চয়ন,লেখার ধরন এগুলো ভালো জানতে হবে।। লেখালেখির কাজ করার জন্য, আপনি ওয়েবসাইটের Contact Us পেজ থেকে ইমেইল আইডি সংগ্রহ করে, ওয়েবসাইটের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ডাটা এন্ট্রি জবঃ তৃতীয় যে কাজটি করে আপনি ভালো টাকা রোজগার করতে পারেন সেটা হলো ডাটা এন্ট্রি জব। এই কাজটি সম্পর্কে আপনি হয়তো কখনো শুনেছেন বা দেখেছেন। এই কাজটা ততোটা সহজও নয় আবার কঠিনও নয়। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে অনেক ধরনের ডাটা এন্ট্রি জব পাওয়া যায় যেগুলো খুবই সহজ। ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে নিজের একাউন্ট করে আপনি ডাটা এন্ট্রির কাজ করেও প্রতি মাসে কয়েকশো ডলার রোজগার করতে পারেন।।

Rupee

ভিডিও এডিটিংঃ চার নম্বরে যে কাজটি করেছে সেটি হচ্ছে ভিডিও এডিটিং (video editing) এর কাজ। যদি আপনি একজন ভালো মানের ভিডিও এডিটর হয়ে থাকেন, তাহলেও আপনি আপনার স্কিল ব্যবহার করে ভালো টাকা রোজগার করতে পারেন। এই ধরনের কাজ করার জন্য আপনি কোনো ইউটিউব চ্যানেলের মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার কাজ যদি ভালো হয় তাহলে আপনি অবশ্যই ভালো কাজ পেয়ে যাবেন। এবং আপনি আপনার এডিটিং কোয়ালিটির ওপর ভিত্তি করে কাজ অনুযায়ী পারিশ্রমিক দাবী করতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo