Saturday, July 27, 2024

হাতে সময় খুবই অল্প! ৩০ জুনের আগে সারতে হবে এই ৩ কাজ, নয়তো পড়তে হবে চরম বিপদে

জুন মাস সবে মাত্র শুরু হয়েছে। আর ২৪ দিন পরে এই মাসটিও শেষ হতে চলছে। আর এই জুন মাসের শেষে অর্থাৎ ৩০ জুনের আগে সেরে ফেলতে হবে বিশেষ ৩ কাজ, নয়তো পড়তে হবে চরম বিপদের মধ্যে। চলুন জেনে নেয়া যাক কোন ৩ কাজ ৩০ জুনের আগে সেরে ফেলা আবশ্যক।

এই ৩ কাজ ৩০ জুনের আগে সারতে হবে: 

১) আধার আপডেট: আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার কাছে যদি ১০ বছরের পুরনো কোনো আধার কার্ড থেকে থাকে তাহলে সেটা আপডেট (update) করতে হবে। সরকার আধার কার্ড আপডেট সম্পুর্ন বিনামূল্যে করে দিয়েছে ৩০ জুন পর্যন্ত। এরপরেই করতে গেলে টাকা লাগবে।

২) FD স্কিম: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI অমৃত কলশ নামে একটি বিশেষ FD স্কিম চালু করেছে। এই FD স্কিমে বিনিয়োগ করার শেষ তারিখ হচ্ছে ৩০ জুন ২০২৩। এর আগেও এই স্কিমে টাকা বিনিয়োগ করার মেয়াদ ১৫ ফেব্রুয়ারি এরপর ৩১ মার্চ এবং সর্বশেষ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছিল। এছাড়াও ইন্ডিয়ান ব্যাঙ্ক IND SUPER 400 DAYS নামে একটি বিশেষ FD স্কিম চালু করেছে তাতেও বিনিয়োগের সময়সীমা ৪০ জুন পর্যন্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rupee

৩) ব্যাঙ্ক লকার চুক্তি: RBI এর নির্দেশ অনুসারে সমস্ত ব্যাংকের লকার চুক্তিতে পরিবর্তন করা হয়েছে। এরজন্য ৩০ জুনের আগে নিজ নিজ ব্যাংকের শাখায় গিয়ে লকার চুক্তিতে স্বাক্ষর করতে হবে। আর এটি না করলে পরে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

৪) উচ্চ পেনশনের জন্য আবেদন: EPFO– এর উচ্চ পেনশনের সুবিধার নেবার জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৬ জুন। এখন পর্যন্ত EPFO ​​উচ্চ পেনশনের জন্য মোট ১২ লক্ষেরও বেশি আবেদন পত্র পড়ছে।

আপনার জন্য
WhatsApp Logo