Thursday, October 10, 2024

৫ লাখ টাকা রাখলে পাওয়া যায় ১০ লাখ টাকা! পোষ্ট অফিসের এই স্কিমের সুবিধার কথা জানেন খুব কম লোক

ফের হেরা ফেরি সিনেমার লাক্সমি চিডফান্ডের ২৫ দিনে পয়সা ডবল স্কিমে টাকা রেখে দ্বিগুণ টাকা না পাওয়া গেলেও, ভারতীয় পোস্ট অফিসে (India post office) এমন একটি স্কিম রয়েছে, যেখানে মাত্র কয়েক মাসের মধ্যেই জমা করা টাকা দ্বিগুণ হয়ে যায়। পোস্ট অফিসের এই স্কিমে চক্রবৃদ্ধির সুদ দেওয়া হয় বলে, জমা করা টাকা দ্বিগুন হতে খুব বেশি সময় লাগে না। টাকা দ্বিগুণকারী পোস্ট অফিসের এই বিশেষ স্কিম সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন,তাহলে অনুরোধ করবো এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।

কোনো রকমের কোনো ঝুকি ছাড়াই টাকা জমা করে সেখান থেকে ভালো পরিমাণ রিটার্ন পাওয়ার জন্য ভারতে বিভিন্ন বিকল্প রয়েছে। তার মধ্যে একটি বিকল্প হলো পোস্ট অফিসের স্কিম। পোস্ট অফিসে টাকা রাখলে যেমন কোনো ঝুঁকি থাকে না,সেই সঙ্গে প্রচুর পরিমাণে সুদও পাওয়া যায়। সেই কারণে আমাদের দেশের বেশিরভাগ মানুষ পোস্ট অফিসে টাকা রাখতেই বেশি পছন্দ করেন। পোস্ট অফিসের ভালো স্কিম গুলোর মধ্যে একটা হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম।।

Post office scheme

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমের একাধিক সুবিধা রয়েছে। দশ বছরের ঊর্ধ্বে যেকোনো ভারতীয় নাগরিক পোস্ট অফিসের এই বিশেষ স্কিমে টাকা রাখতে পারবেন। সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে এখানে বিনিয়োগ শুরু করা যাবে। আপনি চাইলে এক বছর, দুই বছর, তিন বছরের জন্য এবং সর্বোচ্চ ৫ বছরের জন্য পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে টাকা রাখতে পারবেন। গত এপ্রিল মাসের পর থেকে এই স্কিমের সুদের হারও অনেকটাই বাড়ানো হয়েছে। এখন থেকে পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ৭.৫% চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যাবে। ২০২৩ সালে কোনো ব্যক্তি যদি পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন? তাহলে ৭.৫% চক্রবৃদ্ধি সুদ হারে যখন এই স্কিমের মেয়াদ পূর্ণ হবে,তখন তিনি মোট ৭,২৪,৯৭৪ টাকা ফেরত পাবেন।

আপনার জন্য
WhatsApp Logo