Thursday, December 7, 2023

মাধ্যমিক পাশেই করা যাবে আবেদন! পোষ্ট অফিসে রয়েছে চাকরির সুযোগ, এভাবে আবেদন করুন

সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের (india post office) তরফ থেকে জারি করা হয়েছে চাকরির এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তি অনুসারে সারা দেশব্যাপী ১২,৮২৮ জনকে নিযুক্ত করবে পোষ্ট অফিস। তাই আপনি যদি পোষ্ট অফিসের এই চাকরিটি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন আমাদের এই প্রতিবেদনটি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে, ভারতীয় ডাক বিভাগ ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদে লোক নিচ্ছে। ১২,৮২৮টি শূন্য পদের পাশাপাশি আরো রয়েছে ১২০টি শূন্য পদ, উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। এবং এই পদ গুলোর আবেদনের শেষ তারিখ হচ্ছে ১১ জুন। অর্থাৎ ১১ জুনের মধ্যে আগ্রহ চাকরিপ্রার্থীদের পোষ্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে (https://indiapostgdsonline.gov.in/) গিয়ে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক হলেই আবেদন করা যাবে পোষ্ট অফিসের এই পদ গুলোর জন্য। মাধ্যমিক পাশের সাথে সাথে আবেদনকারীর অন্ততপক্ষে ৬০ দিনের কম্পিউটার বেসিক কোর্সের সার্টিফিকেট (computer basic course certificate) থাকতে হবে। থাকতে হবে একটি সাইকেল (cycle), একই সঙ্গে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

Post office

আবেদন মূল্য: পোষ্ট অফিসের এই পদ গুলোতে আবেদন করার জন্য আবেদনকারীরদের থেকে আবেদন মূল্য বাবদ ১০০ টাকা নেয়া হবে । তবে আবেদনকারী যদি কোন মহিলা হয়, এবং সে যদি বিশেষ কোন উপজাতির হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কোন আবেদন মূল্য নেয়া হবে না। সকল চাকরিপ্রার্থীদের ১১ জুনের মধ্যে আবেদন করতে হবে।

আপনার জন্য
WhatsApp Logo