পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন রাজ্যবাসীর সুবিধার্থে। যার মধ্যে অন্যতম একটি প্রকল্পের নাম হচ্ছে লক্ষী ভান্ডার (Lakshmi Bhandar)। যেই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী ST, SC মহিলারা প্রতিমাসে ব্যাংক একাউন্টে ১ হাজার টাকা এবং OBC কিংবা General ক্যাটাগরির মহিলারা ৫০০ টাকা করে পেয়ে উপকৃত হচ্ছেন। যদিও পরে লক্ষী ভান্ডারের টাকার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। তবে এবারে লক্ষী ভান্ডার নিয়ে উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ খবর।
জানা গেছে যে, এবারে মে মাসে লক্ষী ভান্ডারের টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে যাচ্ছেন বহু মহিলা। কারণ লক্ষী ভান্ডারে টাকা পাওয়ার নিয়মে করা হয়েছে বদল। এবং এর জন্য সকলকে করতে হবে একটি বিশেষ কাজ। যেই কাজ করলে তবেই মে মাসে লক্ষী ভান্ডারের টাকা ঢুকবে ব্যাংক একাউন্টে। কি সেই কাজ চলুন যেনে নেই।
খবর অনুযায়ী, যাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক (Addhar link) করানো নেই তারা মে মাসে লক্ষী ভান্ডারের টাকা পাবেন না। লক্ষী ভান্ডারের টাকা পেতে হলে অবশ্যই ব্যাংক একাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। আর এই কাজটি করতে হবে সকলকে। কারণ বর্তমানে আধার কার্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নথি, তাই সরকার চাচ্ছে যে আধার কার্ড সব কিছুর সাথেই যেন লিঙ্ক করা থাকে। তেমনি ব্যাংক একাউন্টও তার ব্যতিক্রমী নয়। অপরদিকে লক্ষী ভান্ডারে টাকা পাওয়া নিয়ে আরো একটি খবর সামনে আসছে, আর তা হলো অনেক মহিলারা যারা কিনা এতদিন জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানেরনিতেন, কিন্তু এবারে তা বন্ধ হতে চলছে।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়া হবে কেবলমাত্র সিঙ্গেল একাউন্টে (single bank account)। তাই আপনি যদি এতোদিন জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের নিতেন তাহলে ব্যাংকে গিয়ে একটি নতুন একাউন্ট খুলে বা আপনার যদি সিঙ্গেল একাউন্ট থেকে থাকে তাহলে তা লক্ষ্মীর ভাণ্ডারের সাথে আপডেট করুন নয়তো মে মাসে আপনি টাকা নাও পেতে পারেন।