Friday, September 13, 2024

বিবাহযোগ্য মেয়ে থাকলেই দারুন খবর, SBI দিচ্ছে ১৫ লক্ষ টাকা! এভাবে করে ফেলুন আবেদন

বেটি বাঁচাও বেটি পড়াও এই স্লোগানটি এখন আর কাগজ কলমে সীমাবদ্ধ নেই, প্রকাশ পেয়েছে বাস্তবেও। তাই তো ভারত সরকার আর দেশের কেন্দ্রীয় সবচেয়ে বড় ব্যাংক SBI নিয়ে এসেছে একটি দুর্দান্ত স্কিম। যেই স্কিমের মাধ্যমে আপনার যদি কোন বিবাহযোগ্য মেয়ে থাকে কিংবা আপনার যদি কোন ছোট্ট মেয়ে থাকে যাকে আপনি ভবিষ্যতে বিয়ে দিতে চান তাহলে এই স্কিমের মাধ্যমে আপনি পেতে চলেছেন নগদ ১৫ লক্ষ টাকা। তাই এই টাকা যদি আপনি পেতে চান তাহলে প্রতিবেদনটি শেষ অব্দি পড়তে হবে আপনাকে।

SBI এর স্কিমের নাম হচ্ছে, সুকন্যা সমৃদ্ধি যোজনা। যেই স্কিমে বলা হয়েছে যে, এখন থেকে আপনাকে আর আপনার মেয়ের বিয়ে জন্য চিন্তা করতে হবে না। আপনার চিন্তার দায়ভার এখন থেকে SBI- নেবে। এমনকি আপনার ঘরে যদি ২ টি কন্যা সন্তান থেকে থাকে তাদেরও বিয়ের দায়ভার নেবে SBI। শুধুমাত্র মেয়ে বিবাহযোগ্য বয়স হয়ে গেলেই আপনি SBI এর সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যম ১৫ লক্ষ টাকা পাবেন। তাই জেনে নিন এই টাকা পেতে হলে আপনাকে কি কি করতে হবে।

SBI

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সুকন্যা সমৃদ্ধি যোজনার ১৫ লক্ষ টাকা পেতে হলে আপনাকে আপনার নিকটবর্তী SBI শাখাতে গিয়ে মেয়েদের নামে একটি সুকন্যা সমৃদ্ধি যোজনার একাউন্ট খুলতে হবে। এরপর সেই একাউন্টে প্রতিদিন সামান্য কিছু অর্থ যা কিনা ২৫০ টাকা করে জমা করতে হবে। এরপর এই স্কিমের মেয়াদ উত্তীর্ণ সময়ে আপনি পাবেন ১৫ লক্ষ টাকা। SBI- এর এই স্কিমে আপনাকে ৭.৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে। ১৫ বছরে কন্যার নামে বিনিয়োগকৃত অর্থের ৫০ শতাংশ উত্তোলন করা যাবে। এবং এই স্কিমের মেয়াদ ২১ বছর পূর্তি হলে আপনি পাবেন ১৫ লাখ টাকা। এই টাকা দিয়ে মেয়েকে একটি ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo