লোন নিয়ে বাড়ি-গাড়ি কেনা মানুষদের বড়সড় ঝটকা দিল SBI, পস্তাচ্ছে কোটি কোটি গ্রাহক

State Bank of India গ্রাহকদের জন্য রয়েছে চরম দুঃসংবাদ। আপনি যদি গাড়ি কিংবা বাড়ি তৈরি করার জন্য ঋণ নিয়েছেন বা ঋণ নেওয়ার কথা ভাবছেন তাহলে আমরা আপনাকে জানাতে যাচ্ছি যে, সম্প্রতি দেশের সবচেয়ে বড় ব্যাংক SBI তাদের বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট তথা BPLR বাড়ানোর ঘোষণা করেছে। ফলে বাড়তে চলেছে ঋণের ওপর সুদের হার।

 

এই BPLR হলো প্রাইম লেন্ডিং রেট যার উপরে নির্ভর করছে আপনি কতো শতাংশ ঋণ পাবেন। ফলে SBI যখন তাদের BPLR বাড়ানো ঘোষণা দিয়েছে ফলে EMI সহ বাড়ি কিংবা গাড়ির কেনার জন্য নেওয়া লোন সব কিছুই দামি হতে চলেছে। জানা যায়, ১৫ মার্চ থেকে লাগু হয়ে গিয়েছে এই নতুন রেট। তাহলে চলুন যেনে নেওয়া যাক এখন কতো শতাংশ ঋণের ওপর সুদের হার দিতে হবে আপনাকে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

৭০ বেসিস পয়েন্ট এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে SBI, ফলে BPLR এর পরিমাণ বেড়ে এখন হয়েছে ১৪.১৫% থেকে ১৪.৮৫%। এছাড়া বেশ রেটও ৯.৪০% থেকে বাড়িয়ে ১০.১০% করা হয়েছে। রেপো রেট বাড়ার কারণে দামী হয়েছে ঋণ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment