Wednesday, September 18, 2024

মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই পান ২ লক্ষ টাকা! পোষ্ট অফিসের এই স্কিমের ব্যাপারে জানেন খুব কম লোক

দ্রুত বড়লোক হওয়ার একটি সুত্র রয়েছে, আর তা হলো আপনার জমানো সব অর্থ আপনাকে বিনিয়োগ (invest) করে দিতে হবে। তাই অনেকেই আছেন যারা টাকা জমানোর বদলে টাকা বিনিয়োগ করে থাকেন। কিন্তু টাকা বিনিয়োগ করার সঠিক কোন রাস্তা খুঁজে না পাওয়ার কারণে সেই অর্থের উপরে ভালো রিটার্ন পাওয়া যায় না। বিনিয়োগ করা অর্থ থেকে যায় ওই টুকুই।

তাই আজ আমরা আপনাকে এমন একটি টাকা বিনিয়োগ করার রাস্তার কথা বলবো সেখানে আপনি মাত্র ১০০ টাকা বিনিয়োগ করেই পাবেন ২ লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন? আবাক হবার কিছুই নেই বর্তমানে এমন অনেক স্কিম রয়েছে সেখানে আপনি দৈনিক অল্প কিছু টাকা বিনিয়োগ করে সেই টাকার উপরে খুব ভালো সুদ পান। এবং দেখা যায় ৫ থেকে ১০ বছর পরে সেই বিনিয়োগ করা টাকাই লাখপতি বানিয়ে দিয়েছে আপনাকে। আর তেমনই একটি স্কিমের নাম হচ্ছে post office Recurring Deposit। এই স্কিমের আপনাকে শুধু দৈনিক ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে।

দৈনিক মাত্র ১০০ টাকা করে বিনিয়োগ করে আপনি পাবেন ২ লক্ষ টাকা। এর জন্য এই স্কিমে আপনাকে ৫ বছর ধরে দৈনিক ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। ৫ বছর ধরে দৈনিক ১০০ টাকা বিনিয়োগে আপনি পাবেন নগদ ২ লক্ষ টাকা। এই স্কিমে আপনাকে দেওয়া হবে বার্ষিক ৫.৮ শতাংশ হারে সুদ। যদিও এই স্কিমে টাকা বিনিয়োগ করার কোন নির্দিষ্ট সীমা নেই। আপনার কাছে যদি বেশি টাকা আছে কিংবা আপনি যদি বেশি টাকা জমা করার স্বাবলম্বী হন তাহলে post office recurring deposit এখানে আপনি সেই অর্থ বিনিয়োগ করতে পারবেন। কারণ যত বেশি টাকা বিনিয়োগ করেন তত বেশি টাকা রিটার্ন পাবেন আপনি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo