১ এপ্রিল থেকে বদলে যাবে দেশের এই ৩ বড় নিয়ম! না জানলে পড়তে হবে সমস্যার মধ্যে

আর্থিক বছর ২০২২-২৩ শেষ হতে চলেছে। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর (financial year)। আর নতুন এই আর্থিক বছরে অনেকগুলি নতুন নিয়ম প্রযোজ্য হবে। পুরোনো নিয়মে আসতে চলেছে বড়সড় বদল। এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে বলবো নতুন আর্থিক বছরে শুরুতে প্রধানত ৩টি নিয়মে বড়সড় পরিবর্তন করতে চলেছে সরকার। যেই নিয়ম পরিবর্তনের ফলে সমস্যার মুখে পড়তে পারেন বহু সাধারণ মানুষ। কি কি পরিবর্তন আসবে নিয়মে নতুন আর্থিক বছরে? জানতে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

এই ৩টি নিয়মের পরিবর্তন ঘটবে নতুন আর্থিক বছরে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) আধার-প্যান লিঙ্ক– এটা আমাদের সকলেরই জানা যে সরকার ঘোষণা দিয়েছে, ৩১ মার্চের আগে আধার-প্যান লিঙ্ক করতে হবে। যদি তা না করা হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। আপনার প্যান কার্ডটি নিস্ক্রিয় হয়ে যাবে পাশাপাশি আপনি আধার-প্যান লিঙ্ক ছাড়া ব্যাংক একাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারবেন না। নতুন আর্থিক বছর ১ এপ্রিল থেকে আপনার প্যান কার্ডটি নিস্ক্রিয় হয়ে যাবে আধার-প্যান লিঙ্ক না করালে।

২) সোনার অলঙ্কার বিক্রি– ১ এপ্রিল থেকে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (HUID) ছাড়া আর সোনার অলঙ্কার বিক্রির করা যাবে না। ভোক্তাদের স্বার্থের কথা মাথায় রেখে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ৩১ মার্চ ২০২৩ এর পরে, HUID হলমার্ক ছাড়া সোনার গহনা এবং সোনার শিল্পকর্ম বিক্রির অনুমতি দেওয়া হবে না।

Gold

৩) জ্বালানির তেলের দাম– প্রতি মাসের প্রথম দিকে পেট্রোল-ডিজেল ও গ্যাসের নতুন দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলো। মার্চ মাসেও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। তাই এপ্রিল মাসে জ্বালানি তেলের দামে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment