প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এই প্যান কার্ডের সাথে লিঙ্ক রয়েছে আমাদের আধার কার্ডের। আবার আধার কার্ড লিঙ্ক রয়েছে আমাদের ব্যাংক একাউন্টের সঙ্গে। অন্যদিকে আবার এই প্যান কার্ডের সাথে সরাসরি যোগ সুত্র রয়েছে ট্যাক্স (Tax) ভরার সাথে। তাই যদি এটি প্যান কার্ড কখনো আপনার থেকে হারিয়ে যায় তাহলে বেশ সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে। তাই আগে থেকেই জেনে নেওয়া ভালো যে ভবিষ্যতে কখনো যদি আপনার থেকে আপনার প্যান কার্ডটি হারিয়ে যায় তাহলে আপনার কি করা উচিত।
প্যান কার্ড হারিয়ে গেলে এই ৫ পদক্ষেপ নিন:
১) পুলিশে অভিযোগ: যেহেতু প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি, তাই এটি হারিয়ে গেল সঙ্গে সঙ্গে থানায় একটি লিখিত অভিযোগ জানান। এতে যে কোন প্রকার ঝামেলা থেকে আপনি রক্ষা পারবেন।
২) প্যান ব্লক: প্যান কার্ড হারিয়ে গেলে তা সঙ্গে সঙ্গে ব্লক করে দিন। আপনি NSDL- এর ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্যান কার্ডটি সহজেই ব্লক করতে পারবেন।
৩) প্যান কার্ডের জেরক্স: বাড়িতে প্যান কার্ডের জেরক্স রাখুন। যাতে প্যান কার্ডটি হারিয়ে গেলে আপতকালীন সময়ে আপনি সেই জেরক্স দিয়েই কাজ চালাতে পারেন।
৪) ফেসবুক গ্রুপ: নিজের এলাকা বা শহরের মধ্যে প্যান কার্ড হারিয়ে গেলে তা ফেসবুক গ্রুপের মাধ্যমে সবাইকে জানান। যাতে কেউ আপনার হারানো প্যান কার্ডটি পেলে তিনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন।
৫) ই-প্যান কার্ড: প্যান কার্ড হারিয়ে গেলে আপনি খুব সহজেই NSDL ওয়েবসাইট থেকে ই-প্যান কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং সেই প্যান কার্ডটি আপনি আসলের মতোই ব্যবহার করতে পারবেন।