Tuesday, October 15, 2024

আমূলের সঙ্গে ব্যবসা করে মাসে আয় করুন ১০ লাখ টাকা, ব্যবসা করার সুবর্ণ সুযোগ দিচ্ছে কম্পানি

দুধ হল এমন একটি নিত্য প্রয়োজনীয় জিনিস যা প্রতিটি বাড়িতে প্রতিদিনই প্রয়োজন হয়। সেই কারণে অন্যান্য জিনিসের ডিমান্ড না থাকলেও দুধের ডিমান্ড সবসময় থাকবে। এই ডিমান্ডের জন্যই ভারতে আমুল কোম্পানি ২০২১ সালে ৩৯২০০ কোটি টাকা লাভ করেছিল। এখান থেকে একটা ধারণা পাওয়া যায় যে ভারতের দুধের ব্যবসা কতটা লাভ হতে পারে। দুধের ব্যবসা থেকে এই যে বিশাল পরিমাণ একটা লাভ হয়, এই লাভটাই আমুল কোম্পানি সাধারণ মানুষের সঙ্গে শেয়ার করতে চাইছে। অর্থাৎ আমুল কোম্পানি সবাইকে এমন এক সুযোগ করে দিচ্ছে, যার মাধ্যমে আপনি আমুল কোম্পানির সঙ্গে কাজ করে অনায়াসেই মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন।

 

আমূল কোম্পানি প্রত্যেক ভারতীয় নাগরিকের জন্য তাদের ফ্র্যাঞ্চাইজিতে  যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে। আপনি আমূল কোম্পানির ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে দুই ভাবে টাকা রোজগার করতে পারেন।

বর্তমানে আমূল কোম্পানির দুই ধরনের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। যথা প্রথমে রয়েছে আমূল আউটলেট এবং দ্বিতীয়ত রয়েছে আইসক্রিমাম স্কুপিং পার্লার। বলে রাখা ভালো, আপনি এই দুই ধরনের ফ্র্যাঞ্চাইজির মধ্যে যেকোনো একটাতে যোগ দিয়ে টাকা রোজগার করলেও,আমুল কোম্পানি আপনার কাছ থেকে এক টাকাও কমিশন নেবেনা। অর্থাৎ সেই পুরো রোজগারটাই আপনার থাকবে।।

Amul milk

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিভাবে আমূল কোম্পানি থেকে টাকা কামাবেন?

আপনি দুইভাবে আমুল কোম্পানি থেকে টাকা রোজগার করতে পারেন। আপনি যদি আমুল আউটলেট ফ্র্যাঞ্চাইজি নিয়ে থাকেন তাহলে আপনাকে দু লক্ষ টাকা খরচ করতে হবে। আর যদি আপনি আইসক্রিমাম স্কুপিং পার্লার খুলতে চান, তাহলে আপনাকে ৫ লক্ষ টাকা খরচ করতে হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো এক ধরনের ফ্রাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। ফ্রেঞ্চাইজিতে যোগ দিয়ে আপনি নিজের এলাকায় আমুল কোম্পানির নামে একটি স্টোর খুলে নিয়ে সেখান থেকে কা দুধ অথবা দুধ থেকে তৈরি অন্যান্য জিনিস বিক্রি করে অনায়াসেই মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo