ভারতে এমন বহু রেলস্টেশন রয়েছে যেগুলোর নাম বরই অদ্ভুত এবং তার সাথে মজার। তবে ভারতে এমন একটি রেলস্টেশন রয়েছে যার নাম কিনা উচ্চারণ করা কঠিন! তবে শুধু উচ্চারণ নয়, এই রেলস্টেশনটি দুনিয়ার সবচেয়ে দীর্ঘ নামের রেল স্টেশন। কিন্তু কোথায় অবস্থিত এই রেলস্টেশনটি? জানলে আপনিও আবাক হয়ে যাবেন।
ভারতীয় রেলকে দুনিয়ার চতুর্থ সর্ববৃহৎ রেল যোগাযোগ মাধ্যম বলা হয়। আর তার কারণ হলো রেলের এই দীর্ঘতম ট্র্যাক। কিন্তু এটা অনেকেই হয়তো জানেন না যে ভারতীয় রেলের দীর্ঘতম ট্র্যাকের পাশাপাশি একটি দীর্ঘ নামের রেল স্টেশনও রয়েছে। আর এই রেল স্টেশনের নাম হচ্ছে ‘ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা’ রেলস্টেশন। এই রেলস্টেশনটি অবস্থিত অন্ধ্র প্রদেশে। তবে এই রেলস্টেশনের নাম দীর্ঘ হলেও ভারতের খুবই ছোট্ট একটি রেল স্টেশন হচ্ছে এটি। জানা যায় এই রেলস্টেশনের নামের সঙ্গে শ্রী’ উপসর্গ যোগ করা হয়েছে বলে এই রেলস্টেশনের নামটি তিন অক্ষরের দীর্ঘ হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই রেলস্টেশনটি ৩টি নামে পরিচিত। প্রথমত ভেঙ্কটানারসিমহারাজুভারিপেটা রেলওয়ে স্টেশন, দ্বিতীয় শ্রী ভেঙ্কটা নরসিমহা রাজুভারিপেট রেলওয়ে স্টেশন এবং তৃতীয় হচ্ছে ভিএন রাজুওয়ারীপেটা রেলওয়ে স্টেশন।
‘ভেঙ্কটানরসিমহারাজুভারীপেটা’ নামের এই রেলওয়ে স্টেশনের কোড হচ্ছে VKZ। জানা গেছে ভারতের তামিলনাড়ু সীমান্তের অন্ধ্র প্রদেশে অবস্থিত দীর্ঘ নামের এই রেলওয়ে স্টেশনটি। এবং চেন্নাই সেন্ট্রালকে পুরাচি থালাইভার ডক্টর এমজি রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের নামকরণ করার পরে ‘ভেঙ্কটানরসিমহারাজুভারীপেটা’ নামের এই রেল স্টেশনটির নাম করণ করা হয়েছিল। তবে এই রেল স্টেশনটি দীর্ঘ নামের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। কারণ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নামের রেল স্টেশন হচ্ছে, Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllantysiliogogogoch নামের এই রেল স্টেশন। এর নামের মধ্যে মোট ৫৪টি অক্ষর রয়েছে।