‘হ্যা’ যা শুনেছেন ঠিকই শুনেছেন। ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে আপনাকে। আর এই ১০ হাজার টাকা কোন কম অ্যামাউন্ট নয়। কারণ আপনি যদি আপনার প্যান কার্ডের (Pan card) সঙ্গে আপনার আধার কার্ড (Addhar Card) লিঙ্ক না করিয়ে থাকেন তাও আবার ৩১ মার্চ ২০২৩ এর আগে তাহলে এই ১০ হাজার টাকা জরিমানা দিতে হতে পারে আপনাকে। শুধু তাই নয়, এছাড়াও বাতিল হতে পারে আপনার প্যান কার্ডটিও।
ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (income tax department) গত বছর থেকেই বারংবার জনগনদের উদ্দেশ্য বলে যাচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানোর জন্য। কিন্তু জনগন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টেরের কোন কথাই কানে তুলছিল না। তাই শেষ ডেডলাইন হিসেবে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে দেশের সমস্ত প্যান কার্ড ধারীদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাতে হবে। আর এটা করা বাধ্যতামূলক। নয়তো সর্বনিম্ন ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে তাকে। এমনকি চিরতরে বাতিল করে দেওয়া হতে পারে তার প্যান কার্ডটি। তাই ১০ হাজার টাকা জরিমানা এবং প্যান কার্ডটি বাতিল হওয়া থেকে বাঁচতে এখুনি আপনার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিন। Last date 31 মার্চ 2023.
কিভাবে প্যান কার্ডের সাথে আঁধার কার্ড লিঙ্ক করবেন?
আপনি ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in গিয়ে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারবেন।