Tuesday, December 10, 2024

মিউচুয়াল ফান্ড থেকে তুলে নিন ২.৮ কোটি টাকা, এই টেকনিক খাটালে কাজ হবে ১০০ শতাংশ

অল্প সময়ে দ্রুত টাকা উপার্জনের জন্য টাকা বিনিয়োগ (invest) করতে হয়। আর তা হয়তো আপনাদের সকলেরই জানা। আর এজন্য অনেকেই আছেন যারা বিভিন্ন সরকারি স্কিম বা মিউচুয়াল ফান্ড (mutual fund) গুলোতে টাকা বিনিয়োগ করে থাকেন। কিন্তু আজ আমরা আপনাদের মিউচুয়াল ফান্ডের এমন একটি স্কিমের ব্যপারে জানাতে চলেছি যাতে আপনি প্রতিমাসে ৫ হাজার টাকা জমালে কিংবা বিনিয়োগ করলে একটা সময় পর আপনি ফিরত পাবেন পুরো ২.৮ কোটি টাকা। তাই জেনে নিন এ স্কিমের বিষয়ে।

 

 

২.৮ কোটি টাকা পেতে হলে আপনাকে যে কোন একটি ভালো মিউচুয়াল ফান্ডের স্কিম বেছে নিতে হবে। এরপর তাতে ২৮ বছরের জন্য প্রতিমাসে বিনিয়োগ করতে হবে ৫ হাজার টাকা। আপনি এতে বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন পাবেন। এবং আপনার স্কিমের মেয়াদ অর্থাৎ ২৮ বছর সম্পুর্ন আপনি মিউচুয়াল ফান্ডের সেই স্কিম থেকে পাবেন পুরো ২.৮ কোটি টাকা। তবে মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা বাজার গত ঝুঁকিপূর্ণ। এজন্য টাকা বিনিয়োগ করার আগে স্কিম সমন্ধে সমস্ত ডকুমেন্ট ভালো করে পড়ে নেবেন। হয়তো কোন বিশেষজ্ঞকে দেখাবেন সমস্ত ডকুমেন্ট।

আপনার জন্য
WhatsApp Logo