ভারতীয় রেলওয়ে তাদের যাত্রী সুবিধার্থে সর্বোত্তম নিয়োজিত থাকে। তাই মাঝে মধ্যেই রেলের অনেক সুযোগ-সুবিধার বিষয়ে বড় বড় আপডেট বেরিয়ে আসে বিভিন্ন খবরের কাগজ গুলিতে। তাই এবারেও ভারতীয় রেল তাদের যাত্রীদের সুবিধার্থে বড় একটি চমক নিয়ে হাজির হয়েছে। আর সেটা হলো আপনি যদি ট্রেনে চড়ে কোথাও বেড়াতে যেতে চান তাহলে রেলের তরফ থেকে খাওয়া-দাওয়া এমনকি থাকারও সুব্যবস্থা করে দেবে ভারতীয় রেল। কি অবাক হচ্ছেন? কিন্তু এটাই স্যতি। এরজন্য অবশ্য একটি বিশেষ দিন ঠিক করা হয়েছে এবং একটি প্যাকেজ চালু করা হয়েছে রেলের তরফ থেকে। বিস্তারিত জেনে নিন।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শিবরাত্রি উপলক্ষে একটি বিশেষ ভ্রমন প্যাকেজ চালু করেছে রেল। যেই প্যাকেজ অনুযায়ী আপনি যদি রেলের এই প্যাকেজ বুক (Booking) করেন তাহলে মহা শিবরাত্রি উপলক্ষে আপনাকে রেলের তরফ থেকে বিনামূল্যে খাবার-দাবার দেওয়া হবে। এমনকি এই ভ্রমণ ট্যুরে গিয়ে ফ্যামিলি নিয়ে আপনি কোথায় থাকবেন সেটারও ব্যবস্থা করে দেবে ভারতীয় রেল তাও আবার বিনামূল্যে। আর এই ট্যুর প্যাকেজ চালু হচ্ছে ১৭ ফেব্রুয়ারি থেকে।
If you are looking for an awe-inspiring spiritual experience, then book #irctc‘s SOUTH INDIA TOUR package today! https://t.co/aXDvuOCb9p@Amritmahotsav #AzadiKiRail #bharatparv23
— IRCTC (@IRCTCofficial) January 31, 2023
একটি টুইট বার্তায় IRCT’র তরফ থেকে এ তথ্য জানানো হয়, যেখানে বলা হয়েছে আপনি যদি এই শিবরাত্রিতে ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে রেলওয়ে আপনার জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এটি IRCTC’র তরফ থেকে দক্ষিণ ভারতের একটি ট্যুর প্যাকেজ।
জেনে নিন এই ট্যুর প্যাকেজের বিষয়ে বিস্তারিত:
এই প্যাকেজটির নাম হলো – মহাশিবরাত্রি স্পেশাল ট্যুর প্যাকেজ। দক্ষিণ ভারত মহাশিবরাত্রি স্পেশাল।
সফরের সময়কাল- ৫রাত/ ৬দিন।
শুভযাত্রা- ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
ক্লাস – অত্যন্ত আরামদায়ক।
খাবার পরিকল্পনা- প্রাতঃরাশ এবং রাতের খাবার দেওয়া হবে আপনাকে।
খরচ কতো এই প্যাকেজের জেনে নিন: এই ট্যুর প্যাকেজের খরচ হলো সিঙ্গেল অকুপেন্সির জন্য ৪৯৭০০ টাকা। ডবল অকুপেন্সির জন্য ভাড়া হলো ৩৮৯০০ টাকা এবং ট্রিপল অকুপেন্সির জন্য ৩৭০০০ টাকা দিতে হবে আপনাকে। জানা গেছে এই ট্যুর প্যাকেজে সম্পন্ন মনোরঞ্জন দেয়া হবে আপনাকে।