Saturday, September 14, 2024

হোয়াটসঅ্যাপেই জানা যাবে LIC-র সব তথ্য, এই নম্বরটি মোবাইলে এখুনি সেভ করে নিন

দেশের সবচেয়ে বড় বিমা কম্পানি হলো LIC (Life insurance corporation)। তাই সম্ভাবনা রয়েছে এই LIC-তে হয়তো আপনারও জীবন বীমা করা আছে। নয়তো LIC-র বিভিন্ন স্কিমে আপনি টাকা বিনিয়োগ করে তার সুদ নিচ্ছেন। কিন্তু আপনি কি জানেন, এখন বাড়ি বসেই আপনি আপনার LIC একাউন্টের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন? তাও আবার WhatsApp এর মাধ্যমে, এই সুবিধার জন্য আপনাকে কোন LIC অফিস কিংবা LIC-র এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই। শুধু আপনার ফোনে একটি নম্বর সেভ করে নিলেই ব্যাস।

 

এই WhatsApp নম্বরটি ফোনে সেভ করে নিন: 8976862090 এখন থেকে এই নম্বরে আপনি একটি Hi মেসেজ পাঠিয়েই আপনার LIC (India) একাউন্টের সমস্ত তথ্য এক চুটকিতে পেয়ে যাবেন। এছাড়াও পাবেন আরও বিভিন্ন ভিন্ন পরিষেবা। যা কল্পনার বাইরে। তাই এক নজরে দেখে নিন LIC-র WhatsApp নম্বরে আপনি কি কি পরিষেবা পাচ্ছেন।

এই পরিশেষে গুলো আপনি LIC-র WhatsApp নাম্বারে পাবেন:

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রিমিয়াম ডিউ রয়েছে কিনা জানতে পারবেন।

২) বোনাস ইনফরমেশন সম্পর্কে তথ্য।

৩) পলিসি স্ট্যাটাস।

৪) লোন সমন্ধে সবরকম তথ্য।

৫) রিপেমেন্টের কোটেশনও।

৬) প্রিমিয়াম পেইড সার্টিফিকেট।

৭) লোন ইন্টারেস্ট ডিউ।

৮) ULIP -statement of units

৯) LIC-র সার্ভিস লিঙ্ক।

১০) Opt in এবং Opt out Services

আপনার জন্য
WhatsApp Logo