এটিএম থেকে টাকা তোলার সময় এই ৪টি ভুল, পথের ভিখারি বানিয়ে ছাড়বে আপনাকে

ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষের ব্যাংক একাউন্ট খালি করে ফেলছে হ্যাকাররা। যার কিনা অধিকাংশই ঘটছে এটিএম মেশিনের (ATM machine) সাহায্যে। তাই আপনি যদি সবসময় ATM মেশিন থেকে টাকা তুলে থাকেন তাহলে ATM মেশিনের টাকা তোলার সময় ৪ দিকে আপনার খেয়াল রাখতে হবে। ৪টি ভুল কখনো আপনি করবেন না। নাহলে মুহূর্তে কিন্তু ফাঁকা হয়ে যাবে ব্যাংক একাউন্ট।

 

এটিএম থেকে টাকা তোলার সময় এই ৪ ভুল করবেন না:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) অপরিচিত ব্যক্তি: অনেকেই আছেন যারা কিনা এটিএম থেকে টাকা তুলতে পারেন না। আবার অনেকে আছেন যাদের কিনা এটিএম থেকে টাকা তোলার সময় কার্ডে কোনরকম গন্ডগোল হলে তারা অপরিচিত ব্যক্তিকে তাদের এটিএম কার্ড দেখান। কিন্তু এই ভুল আপনার কখনো করা উচিত নয়। এতে আপনার এটিএম কার্ডের গোপন এক্সেস পেয়ে যেতে পারেন তিনি।

২) পিন নম্বর: এটিএম থেকে ডেবিট কার্ডের সাহায্য টাকা তোলার সময় ডেবিট কার্ডের পাসওয়ার্ড দেওয়া সময় তা ঢেকে রাখুন। অনেকে আছেন যারা কিনা এটি করেন না। কারণ এতে আর্থিক ঝুঁকি রয়েছে।

 

৩) একজন করে প্রবেশ: RBI এর নিয়ম অনুযায়ী একটি ATM-এ কেবল টাকা তোলার জন্য একজনই ভিতরে প্রবেশ করতে পারেন। কারণ এতে যে ব্যক্তি টাকা তুলছেন তার আর্থিক ঝুঁকি থাকতে পারে। তাই যে কোন ATM-এ প্রবেশ করার আগে এই নিয়ম অবশ্যই লক্ষ্য করবেন আপনি।

৪) স্লটে সবুজ বাতি: ATM মেশিনের স্লটে আপনার ডেবিট কার্ড ঢোকনোর সময় স্লটের পাশে একটি সবুজ আলো লক্ষ্য করুন। যদি এই আলো সবুজ থাকে তাহলে কোন ভয়ের নয়। যদি এই আলো লাল কিংবা অন্য রং ধারণ করে তাহলে সেই ATM বুথ ব্যাবহার করবেন না। এটি নিরাপদ নয়, বদলে ফোন করুন হেল্পলাইন নম্বরে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment