‘হ্যা’ ঠিকই শুনেছেন। একটি সামান্য ভুলের জন্য বাতিল হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্যান কার্ড (Pan card)। এটা শোনার পর নিশ্চয়ই আপনার হয়তো রাতের ঘুম উড়ে গেছে! কারণ আপনি হয়তো জানেন যে এই প্যান কার্ড (pan card) কতটুকু গুরুত্বপূর্ণ। যদি এই প্যান কার্ড আপনার বাতিল হয়ে যায় তাহলে কতোটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনার। তাই অবিলম্বে জেনে নিন কেন লক্ষ লক্ষ মানুষের প্যান কার্ড বাতিল হতে যাচ্ছে, আর আপনি এই বাতিল লিস্ট থেকে নিজের নাম হাঁটাতে কি করবেন জানুন।
আসলে ২০২৩ এর ৩১ মার্চের মধ্যে বাতিল হয়ে যাবে লক্ষ লক্ষ মানুষের প্যান কার্ড। কারণ তারা যদি ৩১ মার্চের আগে প্যান কার্ডের সাথে নিজের আধার কার্ড লিঙ্ক না করান তাহলে তাদের প্যান কার্ডটি বাতিল করে দেওয়া হবে। সাথে করা হবে ১ হাজার থেকে ১০ হাজার টাকা জরিমানা। তাই আপনি যদি আপনার প্যান কার্ডটি বাতিল হওয়া থেকে বাঁচাতে চান সাথে যদি ১০ হাজার টাকা জরিমানা না দিতে চান তাহলে অবিলম্বে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করিয়ে নিন। ফলো করুন এই প্রসেস (process)।
এই হলো পদ্ধতি:
আপনি ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in গিয়ে আপনার প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করাতে পারেন। আরো বিশদে জানতে আমরা নিচে একটি ভিডিও দিয়ে রেখেছি। আপনি সেই ভিডিও দেখেও খুব সহজে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন।