Saturday, November 9, 2024

দৈনিক মাত্র ৬০ টাকা জমা করালে ফেরত পাচ্ছেন ৮ লাখ টাকা! LIC-র এ স্কিম সমন্ধে অনেকেরই অজানা

বর্তমানে আমাদের মধ্যে অনেকেই এলআইসির কোনো একটি ভালো স্কিমে বা প্ল্যানে টাকা বিনিয়োগ করতে পছন্দ করেন। কারণ আমরা সবাই জানি যে এলআইসি তে বিনিয়োগ করা টাকায় আমরা প্রচুর পরিমাণে সুদ পেয়ে থাকি। তবে এলআইসি এবার যে নতুন প্ল্যান তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে, সেখানে মাত্র ৬০ টাকা বিনিয়োগ করলেই আপনি হতে পারেন লাখ টাকার মালিক। কিভাবে? জানতে হলে পড়তে থাকুন।

 

LIC Adhar Shila Policy: LIC-এর এই নতুন পলিসির নাম এলআইসি আধার শিলা পলিসি। এলআইসির আধারশীলা পলিসিতে আপনি খুবই কম সময়ের মধ্যে আপনার বিনিয়োগ করা টাকা দ্বিগুণ করতে পারেন। এলআইসির আধার শিলা পলিসিতে সর্বনিম্ন ১০ বছরের জন্য এবং আপনি চাইলে এই পলিসির সময়সীমা বাড়িয়ে সর্বোচ্চ কুড়ি বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। যদি বলা হয় বিনিয়োগের কথা তাহলে আপনি সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত এখানে জমা করতে পারেন। আপনার এই টাকাটা হয় ১০ বছরের জন্য অথবা ২০ বছরের জন্য বিনিয়োগ করতে হবে।।

 

কিভাবে দৈনিক ৬০ টাকা জমিয়ে ৮ লক্ষ টাকা পাবেন আপনি? 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

LIC

Lic আধার শিলা প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য। ৮ থেকে ৫৫ বছর বয়স্ক যে-কোনো মহিলা যদি দৈনিক ৬০ টাকা বা বার্ষিক ২১ হাজার ৯১৮০ টাকা হিসাবে ২০ বছর ধরে জন্য জমা করেন,তাহলে তার খাতায় মোট জমা হবে ৪ লক্ষ ২৯ হাজার ৩৯২ টাকা। যখন এই পলিসি মেয়াদ পূরণ হবে,তখন সেই চার লক্ষ টাকার সুদ বৃদ্ধি পেয়এ দাঁড়াবে ৭ লক্ষ ৯৪ হাজার টাকায় বা প্রায় ৮ লক্ষ টাকায়। এই ভাবেই আপনি প্রতিদিন ৬০ টাকা জমা করে খুবই অল্প সময়ে ৮ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পেতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo