Tuesday, October 15, 2024

পোষ্ট অফিসে ৫০০০ টাকা রাখলেই পাবেন ৮ লাখ টাকা, কিভাবে সম্ভব? জানুন বিস্তারিত

আজও বিনিয়োগের সেরা মাধ্যম হলো পোষ্ট অফিস (Post office)। কারণ পোষ্ট অফিসে অর্থ বিনিয়োগ করলে ভালো রিটার্নের পাশাপাশি পাওয়া যায় মানিব্যাগ গ্যারান্টিও (money back guarantee)। তাই যারা পোষ্ট অফিসে অর্থ বিনিয়োগ করেন তাদের জন্য আজকে রয়েছে একটি দারুণ সুখবর। আর সেই সুখরটি হলো পোষ্ট অফিসের আরডি (RD) তে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করলে পোষ্ট অফিস আপনাকে দিচ্ছে ৮ লাখ টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই স্যতি।

জানা গেছে বর্তমানে পোস্ট অফিসের আরডিতে (RD) অর্থ বিনিয়োগ করলে পোষ্ট অফিস আপনাকে ৫.৮ শতাংশ হারে সুদ দিচ্ছ। এর জন্য আপনাকে প্রতি মাসে এই স্কিমে ৫০০০ টাকা জমা করতে হবে। আর সেটা হবে ৫ বছরের জন্য। জানিয়ে দেই এই স্কিমে যুক্ত হওয়ার জন্য আপনাকে একটি একক একাউন্ট খুলতে হবে। এরপর আপনি সেই একাউন্টের সাথে ৩ জন প্রাপ্তবয়স্ক এবং আরোও একটি যৌথ একাউন্ট খুলতে পারবেন। সুত্র থেকে জানা গিয়েছে আপনাকে প্রতি মাসে ৫০০০ টাকা আবশ্যই জমা করতে হবে। যদি আপনি কোন মাসে টাকা জমা করতে ভুলে যান কিংবা কিস্তি দিতে দেরি হয় তাহলে আপনাকে এর জন্য ফি দিতে হবে।

Indian Post office

আপনি যদি প্রতিমাসে এই স্কিমে ৫ হাজার টাকা জমা করেন তাহলে পোষ্ট অফিস আপনাকে ৫.৮ শতাংশ হারে সুদ দেবে। এভাবেই ৫ বছর ধরে অর্থ বিনিয়োগের পর আপনি হাতে পাচ্ছেন পুরো ৩ লাখ ৪৮ হাজার ৮৮০ টাকা। অন্যদিকে আপনি ৫ বছর ধরে প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগের পর সেখানে আপনার টাকার পরিমাণ দাঁড়াচ্ছে ৩ লাখ। অর্থাৎ ৫.৮ শতাংশ সুদের হারে ৫ বছর পর ১৬ শতাংশ রিটার্ন পাবেন আপনি।

বিঃদ্রঃ– আরও বিশদে জানতে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে ভিজিট করুন। আর না হলে পোষ্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in–এ যান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo