প্যান কার্ড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস। যা প্রত্যেক ভারতীয়র কাছে থাকা অন্তত জরুরি। আর এই প্যান কার্ড জারি করা হয় ভারতের আয়কর বিভাগ (income tax department) দ্বারা। কারণ এই প্যান কার্ডের সাহায্য জনগনের আর্থিক লেনদেনের হিসেব রাখে সরকার। আবার এই প্যান কার্ডের সাহায্য একজন ব্যক্তির কর দান কিংবা কর ফাঁকি দিলেও সেটা টের পেয়ে যায় সরকার। এমতাবস্থায় আপনার যদি প্যান কার্ডটি বাতিল কিংবা নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আয়কর বিভাগ দ্বারা বেশ সমস্যার মধ্যে পরতে হবে আপনাকে।
আপনার এই ছোট্ট ভুলে বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড- ‘হ্যা’ ঠিকই শুনেছেন আপনার একটি ছোট্ট ভুলের কারণে আপনার এই প্যান কার্ডটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। কারণ ভারতীয় আয়কর আইনের ৯১৬১ ধারা অনুযায়ী দেশের সমস্ত নাগরিকদের প্যান কার্ডের সাথে আধার কার্ড (Addhar Card) লিঙ্ক করাতে হবে, আর এটা করা বাধ্যতামূলক। যা আয়কর দপ্তর বেশ কয়েকবছর ধরে বলে আসছে দেশের সমস্ত নাগরিকদের। কিন্তু তা সত্ত্বেও দেশের নাগরিকরা আয়কর বিভাগের এই কথা মোটেও আমোদে নিচ্ছেন না। তাই শেষ ডেডলাইন হিসেবে ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। হয়তো আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় করে দেওয়া হবে আয়কর দপ্তর থেকে।
কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন? জানুন আয়কর বিভাগের https://www.incometax.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে