Thursday, October 10, 2024

দেশের সবচেয়ে বড় বিমা কম্পানি, LIC- তে এইভাবে ২০০ টাকা বিনিয়োগ করলে ফেরত পাবেন পুরো ২৮ লক্ষ টাকা

ভারতের সবচাইতে বড় বীমা কোম্পানি বা ভারতের সবচেয়ে বড় লাইফ ইন্সুরেন্স কোম্পানি (Life Insurance Corporation of India) তার গ্রাহকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান নিয়ে আসে। এলআইসির সেই সমস্ত প্ল্যানের মধ্যে একটি হচ্ছে- LIC Jeevan Pragati Plan। এলআইসি জীবন প্রগতি প্ল্যান হচ্ছে এমন একটি টাকা বিনিয়োগকারী প্ল্যান,যেই প্ল্যান আপনাকে অল্প সময়ের মধ্যেই ২৮,০০,০০০ টাকার মালিক বানিয়ে দিতে পারে। এবং আপনি এই যে ২৮ লক্ষ টাকার মালিক হবেন,এখানে আপনার কোনো রকম কোনো ঝুঁকিও থাকবে না। সেই সঙ্গে আপনি এই LIC Jeevan Pragati Plan-থেকে বিভিন্ন রকম সুযোগ-সুবিধাও পাবেন।।

 

এল.আই.সি জীবন প্রগতি প্ল্যানের কিছু সুবিধা 

LIC

এখানে টাকা বিনিয়োগ করার কোনো সর্বোচ্চ সীমা নেই। অর্থাৎ আপনি এখানে নিজের সামর্থ্য অনুযায়ী বিনিয়োগ করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যার নামে টাকা বিনিয়োগ হবেন দুর্ভাগ্যবশত যদি সেই ব্যক্তির মৃত্যু ঘটে, তাহলে সেই ব্যক্তির পরিবার বিনিয়োগ করা টাকা ফেরত পাবেন। সঙ্গে কিছু লাভও পাবেন। তবে এখান থেকে কতটা লাভ পাবেন সেটা নির্ভর করে, সেই ব্যক্তি বীমা চালু হওয়ার ঠিক কত বছর পর মারা গেছেন তার ভিত্তিতে।

এই বীমার টাকা আপনি তিন মাস অন্তর,ছয় মাস অন্তর বা এক বছরেও জমা করতে পারেন।

এছাড়াও আরও বেশ কিছু সুবিধা আপনি এই বীমা থেকে পেয়ে যাবেন।।

 

কিভাবে ২০০ টাকা বিনিয়োগ করে ২৮ লাখ টাকা পাবেন? 

এল.আই.সি জীবন প্রগতি প্ল্যানে ২০০ টাকা বিনিয়োগ করে ২৮ লক্ষ টাকা ফেরত পাওয়ার জন্য আপনাদের দীর্ঘ সময়ের জন্য টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে যেই ব্যক্তি টাকা বিনিয়োগ করবেন তার বয়স ১২ থেকে ৪৫ বছরের মধ্যে কত হবে। যার বয়স ১২ থেকে ৪৫ তাকে প্রতিদিন ২০০ টাকা হিসেবে মাসিক ৬০০০ টাকা বা বার্ষিক ৭২ হাজার টাকা ১২ থেকে ২০ বছরের জন্য জমা করতে হবে। এইভাবে প্রতিদিন ২০০ টাকা জমা করেই আপনি ২৮,০০,০০০ লক্ষ টাকা পেতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo