Friday, December 13, 2024

পোষ্ট অফিসে এইভাবে জমা করুন ১০ হাজার টাকা, ফেরত পাবেন ১৬ লক্ষেরও বেশি

যদি আপনি ভবিষ্যতের কথা ভেবে কোনো একটা জায়গায় টাকা বিনিয়োগ করে সেই টাকা থেকে ভালো পরিমাণ টাকা রিটার্ন হিসাবে পেতে চান, তাহলে আপনি ভারতীয় পোস্ট অফিসের “পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কীম” (Recurring Deposit Scheme) নামক স্কিমে আপনার টাকা রাখতে পারেন। পোস্ট অফিসের এই স্কিমে আপনি যদি মাত্র ১০ বছরের জন্য টাকা রাখেন, তাহলে আপনি সেই বিনিয়োগ করা টাকা থেকে ১৬,২৬,৪৭৬ টাকা ফেরত পাবেন।।

 

পোস্ট অফিস রিকারিং ডিপোজিট স্কীমের প্রচুর সুবিধা রয়েছে। এরমধ্যে সবচেয়ে বড়ো সুবিধাগুলো হলো-

আপনি এখানে শুধুমাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন।

এখানে আপনি আপনার সামর্থ্য বা ইচ্ছা অনুযায়ী যতখুশি টাকা বিনিয়োগ করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

• আপনি এই স্কিমে টাকা রাখলে আপনি আপনার ইচ্ছা হলে যখন তখন টাকা তুলে নিতে পারবেন।

এই স্কিমে আপনি বাৎসরিক 5.8 শতাংশ হারে সুদ পাবেন।

Indian Post office

কিভাবে ১৬ লক্ষ টাকা পাবেন? 

পোস্ট অফিসের পোস্ট রেকারিং ডিপোজিট স্কিম থেকে যদি আপনি ১৬ লক্ষ টাকার বেশি পেতে চান, তাহলে আপনাকে প্রতি মাসে এই স্কিমে ১০,০০০ টাকা করে বিনিয়োগ করতে হব। এইভাবে প্রতি মাসে ১০ হাজার টাকা যদি আপনি একশো কুড়ি মাসের জন্য জমা করেন, তাহলে একশো কুড়ি মাসে আপনার মোট বারো লক্ষ টাকা জমা হবে কিন্তু এই একশো কুড়ি মাসে আপনার বিনিয়োগ করার উপর আপনি যেই ৫.৮ শতাংশ হারে সুদ পাবেন সেই সুদ জমা হয়ে আপনার মোট টাকার পরিমাণ হবে 16,26,476 টাকা হবে।। এভাবে দশ বছর পূর্ণ হওয়ার পর আপনি ১২ লক্ষ টাকা জমা করে মোট 16,26,476 টাকা এই স্কিম থেকে ফেরত পাবেন।

তো যদি আপনি এই স্কিমে সত্যিই টাকা বিনিয়োগ করতে চান,তাহলে আপনি আপনার নিকটবর্তী যে কোনো পোস্ট অফিসের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo