বলা হয়ে থাকে আপনার যদি বিশ্ব ভ্রমণের সামর্থ্য না থাকে তাহলে একবার পুরো ভারত (India) ঘুরে দেখুন। কারণ পুরো বিশ্বের মধ্যে ভারত হলো এমন একটি দেশ যেখানে বিশ্বের সমস্ত কিছুই রয়েছে। জেনে অবাক হবেন কোন দেশে পা রাখা মাত্রই প্রথমে সেই দেশের বিমানবন্দর দেখেই ‘আন্তাজ’ করা যায় সেই দেশ কতটুকু উন্নত (develop)। তবে আপনি যেনে আবাক হবেন যে ভারতে বিমানবন্দর নয় বরং এমন কিছু রেল স্টেশন রয়েছে যে গুলো বিমানবন্দরের থেকেও হাজার হাজার গুণ উন্নত। আর ভারতের এই রেল স্টেশন গুলোর ছবি দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন।
দেখে নিন ভারতের এমন ৪টি রেল স্টেশনের ছবি যেগুলো বিমানবন্দরের থেকে কোন অংশে কম নয়ঃ
১) ছত্রপতি শিবাজী টার্মিনাস (মুম্বাই, মহারাষ্ট্র)
এই রেলওয়ে স্টেশনটি ১৯৯৭ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায়। এই রেল স্টেশনে যাত্রীদের সুবিধার্থে রয়েছে সিনেমা হল, ফুডকোর্ট, লিফট এবং ক্যাফেটেরিয়ার মতো সুবিধা।
২) গান্ধিনগর রেল স্টেশন (গান্ধিনগর, গুজরাত)
দেখতে অনেকটা বিমানবন্দরে মতো এই রেল স্টেশনটি। এই রেল স্টেশনে বর্জ্য পদার্থের প্রক্রিয়াকরণ এবং বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা রয়েছে।
৩) রানী কমলাপতি রেল স্টেশন (ভোপাল, মধ্যপ্রদেশ)
এই রেলওয়ে স্টেশনটি আগে এমন সুন্দর ছিল না। ২০২২ সালে নতুন রুপে গড়া হয় এই রেল স্টেশনটিকে। এই রেল স্টেশনেও রয়েছে সিনেমা হল, ফুডকোর্ট, লিফট এবং ক্যাফেটেরিয়ার মতো সুবিধা। ফলে যাত্রীরা এখানে ট্রেন ধরার পাশাপাশি সময়ও কাটাতে পারেন।
৪) বিশ্বেশ্বরায় রেল স্টেশন (বেঙ্গালুরু, কর্ণাটক)
বিমানবন্দরকে টেক্কা দেবে এই রেল স্টেশন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং নিজে এই রেল স্টেশনটিকে উদ্বোধন করেছিলেন। এখানে বিনোদনের সমস্ত জিনিসই উপলব্ধ রয়েছে। জানা গেছে এই রেল স্টেশনের সাথে যুক্ত রয়েছে পাতাল রেলেরও।