জিনিসের দাম বেশি হওয়ার সত্ত্বেও গায়ে কেন ‘মাত্র’ বা Only লেখা থাকে? বিষয়টি চমকে দেওয়ার মতো

#অফবিট নিউজ ডেস্কঃ জিনিসপত্র কিছু কিনতে গেলে সর্বদাই একটি লক্ষণীয় বিষয়। যে জিনিসের দাম যতোই বেশি হোক না কেন দামের পাশে সর্বদাই মাত্র বা ইংরেজিতে Only কথা লেখা থাকে। আর এটা অত্যন্ত কৌতূহলী বিষয় হয়ে দাঁড়ায় অনেকের জন্য। কিন্তু আপনি কি জানেন কেন জিনিসের দামের পাশে মাত্র বা Only কথা দেখা থাকে? এটা কিন্তু চমকে দেওয়ার মতো একটি বিষয়।

যে কারণে জিনিসের দামের পাশে মাত্র কথা লেখা থাকেঃ 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) টাকার পরিমানের আগে লেখা থাকে এই মাত্র বা Only কথাটি। কারণ এটি টাকার নিরাপত্তা বজায় রাখে। মাত্র ৫০০ টাকা বা ৫০০০ টাকা, অর্থাৎ এর থেকেও ১ টাকা কম নয় এবং বেশি নয়। আর এ কারণেই জিনিসের দামের পাশে মাত্র কথা লেখা থাকে নির্দিষ্ট price বোঝাতে।

) ক্রেতাকে আকর্ষণ করতেও অনেক সময় মাত্র বা Only কথা লেখা হয়ে থাকে জিনিসের গায়ে। জিনিসের দামের পাশে মাত্র বা Only লেখা দেখে সেই জিনিস কেনার আগ্রহ তৈরি হয় ক্রেতার মনে।

) প্রায়শই ব্যাংকে গেলে টাকা তোলা বা টাকা জমা দেওয়ার ফর্মে টাকার অংকের পরে মাত্র কথা লেখা থাকে। এর কারণ হলো যাতে কেউ অসৎ উপায়ে ইচ্ছে করে টাকার পরে কোন সংখ্যা না বাসাতে পারেন। এ কারণে টাকার অংকের পাশে মাত্র বা ইংরেজিতে Only কথা লেখা থাকে।

#আরো পড়ুনঃ Kiss বা চুমুর full form কি জানা আছে আপনার? যেনে নিন, হতবাক হয়ে যাবেন

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment