আপনি কি জানেন Book অর্থাৎ বইয়ের ফুল ফর্ম কি? এর সঠিক উত্তর গুগল করেও খুঁজে পাবেন না

#অফবিট নিউজ ডেস্কঃ জীবনে সাফল্য পেতে হলে বই পড়া জরুরী। পড়াশুনা করা জরুরি। কেইবা জানে জীবনে আজ পর্যন্ত আপনি কতো গুলো বই পড়েছেন। বই পড়ে কতো না জ্ঞান অর্জন করেছেন। তবে বই পড়ে আপনি যতোই জ্ঞান অর্জন করুন না কেন আপনি কি বলতে পারবেন বই অর্থাৎ যাকে ইংরেজিতে বলা হয় Book এর ফুল ফর্ম কি? যদি না যেনে থাকেন তাহলে আজ জেনে যাবেন।

এমন অনেক কিছুই রয়েছে যে গুলো নিয়ে আমাদের মনে কৌতূহল রয়েছে। কিন্তু কৌতুহল থাকার সত্বেও কিছু মানুষ সেই কৌতুহল মেটানোর চেষ্টা করেন না। আবার অনেকেই এর সঠিক উত্তর খুঁজে না পাওয়ার কারণে সেই কৌতূহল, কৌতূহল রুপেই থেকে যায় মনের মধ্যে। আর তেমনই একটি কৌতূহলী প্রশ্ন হল বই বা Book- এর ফুল ফর্ম কি!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বই অর্থাৎ Book এর ফুল ফর্ম হলো, বায়ো অপটিক্যাল অর্গানাইজড নলেজ (Bio Optical Organized Knowledge)। তাহলে আপনি কি জানেন শিক্ষক অর্থাৎ Teacher- এর ফুল ফর্ম কি?

শিক্ষক বা Teacher ফুল ফর্ম হলো, Talented- Educated-Adorable-Charming-Helpful-Encouraging-Responsible। অর্থাৎ বাংলায় প্রতিভাবান, শিক্ষিত, আরাধ্য, কমনীয়, সহায়ক, উৎসাহজনক, এবং দায়িত্বপূর্ণ।

#আরো পড়ুনঃ ব্যাংকে তো যান, কিন্তু KYC,র Full form কি জানেন? কেন এটি করা জরুরি?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment