রোজ ৪-৫ ঘন্টা কথা বলেন ফোনে, আর তাতেই মাস গেলে এ তরুণীর আয় ৭-৮ কোটি টাকা, কিভাবে সম্ভব?

#নিউজ ডেস্কঃ কাজ বেশি খাটুনির নয়। রোজ ৪ থেকে ৫ ঘন্টা ফোনে কথা বলেই এ তরুণী মাস গেলে আয় করেন ৭-৮ কোটি টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ফান্সের প্যারিসের বাসিন্দা মডেল ‘লিলির’ বর্তমান পেশা এটাই। আর এ পেশার মাধ্যমেই তিনি একজন শিল্পপতির থেকেও বেশি টাকা রোজগার করছেন

কি ধরনের কাজ এটা?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লিলি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি পাঁচ মিনিট থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে থাকেন। কারণ তার সাথে কথা বলার জন্য লোকজন সবসময় উৎসুক হয়ে থাকেন। এরপর ফোনে কথা বলা বাবদ লিলি তাদের কাছ থেকে অর্থ দাবি করেন। লিলি বলেন, সবাই তার মতোই এ কাজ করতে চান। কারণ মাস গেলে এখান থেকে প্রচুর অর্থ উপার্জন করা যায়। কিন্তু লিলি তাদের বলেন, এটা সবার কাজ নয়। কারণ সবাই তার মতো সুন্দরী নয়। এবং সবার গলার আওয়াজ ততটা ভালো নয় তার থেকে।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ি, লিলির বয়স ৩১ বছর। লোকজনের সাথে ফোনে কথা বলার পাশাপাশি লিলির একটি একাউন্ট রয়েছে Onlyfans নামক একটি প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে। আর সেখানে তার প্রচুর অনুগামী রয়েছে। জানা যাচ্ছে, লিলি সেখানে তার গোপন ভিডিও বিক্রি করে থাকেন টাকার বিনিময়ে। আর ওই ভিডিও পেতে লিলির ভক্তরা খরচ করেন লাখ লাখ টাকা। যদিও লিলি দাবি, ভিডিও বিক্রি করার থেকে তার সবচেয়ে ভালো আয় হয় ফোনে কথা বলে।

সংবাদ মাধ্যমকে লিলি জানিয়েছেন, তাকে খুব বেশি পছন্দ করেন লন্ডনের ছেলেরা। সেই দেশের হাজার হাজার যুবক তার আয়ের একটি বড় উৎস।

#আরো পড়ুনঃ বিশ্বের সবচেয়ে রাজকীয় বিয়ে, নিলামে তোলা হবে 1981সালের বিয়ের কেকের টুকরো

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment