নিজের চোখকে ১৮.২ মিলিমিটার পর্যন্ত বাইরে বের করে আনতে পারেন, প্রৌঢ়ের কৃতি দেখে স্তম্ভিত বিশ্ব

#নিউজ ডেস্কঃ ব্রাজিলের বাসিন্দা সিডনি ডে কার্ভালহো মেসকুইটা। এক আশ্চর্যকারী প্রতিভার অধিকারী এই ব্যক্তি। নিজের চোখকে মেসকুইটা অক্ষিকোটর থেকে ১৮.২ মিলিমিটার পর্যন্ত বাইরে বার করে আনতে পারেন। আর আশ্চর্যজনক এ প্রতিভার জন্য তিনি গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নিজের নাম দাখিল করতে পেরেছেন।

সাধারণত যে কেউই মেসকুইটাকে দেখলে ভয় পেয়ে যাবার উপক্রম তৈরি হয়। কারণ মেসকুইটা যখন তার চোখ বাইরে বের করে রাখেন তখন তাকে দেখতে মানুষ কম অনেকটা প্রেতাত্মার মতোন লাগে। জানা গেছে, গত ১০ জানুয়ারি প্রপোমিটার যন্ত্রের সাহায্যে মেসকুইটা’কের চোখের এই কারিকুরির পরিমাপ করা হয়েছিল। পরিমাপ করার সময় দেখা যায় মেসকুইটা নিজের চোখকে ১৮.২ মিলিলিটার পর্যন্ত বাইরে বের করে আনতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

গিনেজ বুককে দেওয়া এক সাক্ষাতকারে মেসকুইটা বলেছেন, এ বিশেষ প্রতিভার জন্য তিনি আলাদা করে কোন প্রশিক্ষন নেননি। তার দাদুও তার মতোই অক্ষিকোটর থেকে চোখ বাইরে বের করতে পারতেন। যদিও মেসকুইটারের বাবা প্রথমে এটিকে ভেবেছিলেন কোন অসুখ। কিন্তু পরে তিনি বুঝতে পারেন এটি আসলে কৌশল।

সংবাদ মাধ্যমকে মেসকুইটা জানিয়েছেন, অক্ষিকোটর থেকে চোখ বাইরে বের করার ফলে কিছু সেকেন্ডের জন্য তিনি অন্ধ হয়ে যান। চোখে কিছুই দেখেন না তখন। যদিও পরে আবার ঠিক হয়ে যায়। মেসকুইটা জানিয়েছেন, তিনি ছোটবেলায় একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মধ্যে এ প্রতিভার কথা জানতে পারেন।

#আরো পড়ুনঃ ভুল করে বয়ফ্রেন্ডের নগ্ন ছবি চলে গিয়েছিল মায়ের ফোনে,এখন চাইলেও বহুদিন ধরে ঘরে ফিরতে পারছেন না তরুণী

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment