#নিউজ ডেস্কঃ মাস গেলে বেতন দেওয়া হবে ৯৭০০ টাকা। এ চাকরিটি করার জন্য নিচে দেওয়া WhatsApp link এ ক্লিক করুন। সম্প্রতি UPSC পাস করা IFS অফিসার পারভীন কাসওয়ানের মোবাইলে এসেছিল এমনই এক চাকরির মেসেজ। যে মেসেজটি দেখার পর পারভীন সেই মেসেজের একটি স্ক্রিনশট পোষ্ট করেন নিজের টুইটার একাউন্টে।
IFS অফিসার পারভীন। তিনি একজন ভারতীয় বন পরিষেবার কর্মী। প্রায়ই তিনি টুইটারে প্রাণী সম্পর্কিত নানা ধরনের পোস্ট শেয়ার করে থাকেন। টুইটারে তার অনেক সক্রিয় ফলোয়ার রয়েছে। তাই ৯৭০০ টাকার চাকরির অফারের সেই মেসেজের স্ক্রিনশটি টুইটারে পোষ্ট করতেই তা মুহুর্তে ভাইরাল হয়ে যায়।
পারভীন টুইটারে জানিয়েছেন, তার কাছে এই SMS’টি আসতেই তিনি প্রাপ্ত SMS-টির ভিডিও করে টুইটারে পোস্ট করেন।যেখানে লেখা রয়েছে, মাসে ৯৭০০ টাকা বেতন দেওয়া হবে আমাকে। এবং নিচে আবেদনের জন্য একটি WhatsApp link’ও রয়েছে। টুইটারে পারভীন সবাইকে উদ্দেশ্য করে লেখেন, এ ধরনের চাকরির অফার থেকে সবাইকে বিরত থাকতে।
Finally got the job offer. Now confused what to do. pic.twitter.com/zTm79pbVZg
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) October 11, 2022
পারভীন সবাইকে সতর্ক করে বলেন, বন্ধুরা আজকাল এই ধরনের ভুয়া মেসেজ বা ই-মেইল পাঠিয়ে চাকরির ভান করে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে। তাই এ ধরনের লিঙ্কে কখনই ক্লিক করবেন না।
যদিও টুইটারে পারভীন চাকরির অফারের সেই SMS-এর ভিডিও পোস্ট করে মজার উদ্দেশ্য ক্যাপশনে লেখেন, অবশেষে আমি চাকরি পেয়েছি।
#আরো পড়ুনঃ এক ধাক্কায় ১৯ মিলিয়ন ফলোয়ার কমে ৯ হাজারে পৌঁছে গেল মার্ক জুকারবার্গের! চিন্তার ভাঁজ, হচ্ছে টা কি?