ঈগলের মতো চোখ আর তীক্ষ্ণ মন, যে ছবিতে ৬টি পার্থক্য খুঁজে পাবে সে জিনিয়াস

#অপটিক্যাল ইলিউশনঃ খুঁজে বের করতে হবে একটি ছবির মধ্যে ৬টি পার্থক্য। যদিও ছবি দুটি প্রায় একই রকম দেখতে। কিন্তু ছবি দুটির মধ্যে রয়েছে ছোট ছোট বিষয়ে অনেক মিল। যা কিনা সনাক্ত করতে পারবেন একজন তীক্ষ্ণ দৃষ্টি ওয়ালা ব্যক্তি। তবে শুধু তীক্ষ্ণ দৃষ্টিই নয় সাথে থাকতে হবে ধৈর্যও।

তাহলে আপনি কি পারবেন এ ছবি দুটির মধ্যে ৬টি পার্থক্য খুঁজে বের করতে? আপনার মতো আরো অনেকেই কিন্তু এ চ্যালেঞ্জ নিয়ে পরাজিত হয়েছেন। কিন্তু আপনার জেতার চান্স কতটুকু তা নির্ভর করছে আপনার ধৈর্য শক্তি এবং চোখের দৃষ্টিশক্তির উপরে। তাহলে এবার খোঁজা শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ছবিতে যা দেখা যাচ্ছেঃ ছবিতে দেখা যাচ্ছে একজন ভদ্র লোককে। যার গায়ে রয়েছে সাদা রঙের একটি জামা। পড়নে রয়েছে সবুজ রঙের প্যান্ট। পায়ে রয়েছে বেগুনি রঙের একজোড়া জুতো, পকেটে রয়েছে দুটি কলম, টাই রয়েছে গলায়, কোমরে রয়েছে বেল্ট এবং গলায় রয়েছে চেন বা এজাতীয় কিছু।

আপনি কি ছবি দুটির মধ্যে ৬টি পার্থক্য খুঁজে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে ছবি দুটি আবারও ভালোভাবে দেখুন। এরপরেও যদি না পেয়ে থাকেন তাহলে নিচে এর উত্তর দেওয়া হল।

যা যা পার্থক্য রয়েছেঃ

) ব্যক্তির পকেটে যে দুটি কলম রয়েছে তার মধ্যে একটি কলমের রং ভিন্ন।

) ব্যক্তির দাঁড়িতে রয়েছে হাল্কা পার্থক্য।

) দুটি ছবির মধ্যে একটি ছবিতে ব্যক্তির হেয়ার স্টাইল আলাদা।

) ব্যক্তির পড়নে প্যান্টের বেল্টের হোল্ডারগুলিও আলাদা একটি ছবির মধ্যে।

) ব্যক্তির বাম পায়ের জুতোর ফিতের মধ্যে পার্থক্য লক্ষ্য করতে পেরেছেন?

) সবশেষে ব্যক্তির বাঁ চোখের ভ্রুয়ের দৈর্ঘ্য আলাদা।

বিঃদ্রঃ– ছবি দুটি খুব ভালো ভাবে লক্ষ্য করলে আপনি ছবির মধ্যে এসব পার্থক্য খুঁজে পাবেন।

#আরো পড়ুনঃ ছবিতে মোট কতগুলি কাঠবিড়ালী আছে? কেবল লেজেন্ডরাই উত্তর দিতে পারবেন, বাকিরা তো শুধু খুঁজবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment